বিকাশ একাউন্ট খোলার নিয়ম How to open Bkash Account.

 How to open Bkash Account. বিকাশ একাউন্ট খোলার নিয়ম







আমরা প্রতিনিয়তই টাকা লেনদেন করে থাকি। তবে এই টাকা লেনদেন করতে গিয়ে আমাদের অনেক ঝমেলাতে পরতে হয়। কিন্তু এই ঝামেলাহীন একটি প্লাটফর্ম হলো বিকাশ। ঝামেলাহীনতার কারণে বিকাশ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটা ঘরেই বিকাশ একাউন্ট রয়েছে। তাই আপনি কেন পিছেয়ে থাকবেন?? আপনিও চাইলে খুব সহজেই খোলতে পারবেন বিকাশ একাউন্ট। বর্তমানে চারভাবে বিকাশ একাউন্ট খোলা যায়। 


১। bKash app এর মাধ্যমে

২। এজেন্টের মাধ্যমে

৩। বিকাশ গ্রাহক কেন্দ্রে গিয়ে

৪। ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টের মাধ্যমে


সবচেয়ে সহজ পদ্ধতি হলো bKash app এর মাধ্যমে একাউন্ট খোলা। নিচে এর নিয়মগুলো দেওয়া হলোঃ


প্রথমে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে গুগল প্লে ষ্টোর বা অ্যাপেল ষ্টোর থেকে bKash app টি download করুন। 

Download  করা শেষ হলে bKash app টি চালু করতে হবে। এবার রেজিস্টেশন বাটনে ক্লিক করুন।

আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খোলতে চান সেই নাম্বারটি বসান। যেই সিম ব্যবহার করেছেন সেটি সিলেক্ট করুন।

এবার আপনার মোবাইলে একটি কোড যাবে সেটি বসান। এরপর বিকাশের সব শর্ত মেনে এগিয়ে যেতে হবে।

এবার আপনার NID কার্ডের সামনের ও পিছনের ছবি তুলোন। আপনার একটি ছবি তুলোন। 

এরপর আপনার ফোনে একটি SMS যাবে। এবার login করুন। তারপর একটি পাসওয়ার্ড সেট করুন। 

শেষ আপনার একাউন্ট খোলা। কতো সহজ, তাই না বলুন।


এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনার যদি স্মার্ট ফোন না থাকে, আপনি যদি আপনার বিকাশ একাউন্ট বাটন ফোনে খোলতে চান তাহলে আপনার ফোনটিকে  নিয়ে নিকটবর্তী একজন এজেন্টের কাছে যান।

 এজেন্টের কাছে  NID কার্ডের মূল কপি এবং ফটোকপি, আপনার মোবাইল ও আপনার একটি ছবি দিলে আপনার একটি একাউন্ট তৈরি করে দিবে। 

এরপর আপনার ফোনে একটি SMS আসবে। তারপর ৫ টা ডিজিটের একটি পিন দিয়ে আপনি আপনার একাউন্ট চালু করতে পারবেন।


গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

গ্রাহক সেবা কেন্দ্রে গেলে আপনাকে একটি একাউন্ট ওপেনিং ফর্ম দিবে। সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।

এরপর আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন।

 আপনার একাউন্ট খোলা হয়ে গেলে *২৪৭# ডায়াল করে  আপনার পিন নাম্বার সেটআপ করুন। শেষ আপনার একাউন্ট সক্রিয় হয়ে গিয়েছে।

 একাউন্ট খোলার ৩-৪ দিন এর মধ্যে আপনি বিকাশের সকল সুযোগ উপভোগ করতে পারবেন।


ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি আপনার স্মার্ট ফোন দিয়ে বিকাশ একাউন্ট না খোলতে পারেন তাহলে আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টের ্মাধ্যমে বিকাশ একাউন্ট খোলতে পারবেন।

আপনার মোবাইল নাম্বারটি এজেন্টকে দিন। আপনার ফোনে একটি কোড আসবে, সেটি এজেন্টকে দিন।

 এজেন্ট আপনার NID কার্ডের ছবি তুলবেন। এরপর একটি SMS আসবে। তারপর একটি পিন সেট করুন।


T-cash account খোলার নিয়ম জানতে 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.