কফি মেকার- Coffee Maker
বর্তমানে বাংলাদেশে, আমাদের প্রায় মানুষের প্রিয় একটি ড্রিংক হচ্ছে কফি। আগে এটি জনপ্রিয় না হলেও এটি বর্তমানে প্রায় সবার কাছেই প্রিয় একটি ড্রিংক। চা খুব প্রাচীন একটি ড্রিংক, তবে চা এর পাশাপাশি এখন কফিও চলছে সমান তালে। কফি শুধু মাত্র সুস্বাদুই নয়, বরং এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। অনেকেই মনে করেন যে কফি বানানোটা একটু কষ্টসাধ্য কাজ। তবে সেই কষ্ট দূর করতে চলে এসেছে কফি মেকার।
কফি মেকার কী??
কফি মেকার হলো ছোট, কমপ্যাক্ট মেশিন। এটি বৈদ্যুতিক আউটলেটে প্লাগ করা যায়। প্রায় সবগুলো কফি মেকারে তাপমাত্রা নিয়ন্ত্রন ও ফিল্টার আছে।
কফি মেকার কেন এত জনপ্রিয়??
কফি মেকার দিয়ে খুব সহজেই কফি তৈরি করা যায় বলে এটি খুব জনপ্রিয়। কফি মেকার দিয়ে আপনি খুব ভালো মানের কফি বানাতে পারবেন। ভালো মানের কফি খাওয়ার জন্য আপনাকে আর ক্যাফেতে যেতে হবে না। নিজের ঘরে বসেই কফি বানাতে পারবেন। এতে করে আপনার টাকা সাশ্রয় হবে।
কফি মেকার দিয়ে কফি কিভাবে তৈরি করবেন??
প্রথমে আপনাকে দিতে হবে পানি এবং তারপর কফি গ্রাউন্ড। এরপর কফি মেকারে একটি সুইচ আছে ওই সুইচ চাপতে হবে। শেষ কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আপনার কফি। যারা রান্না সম্পর্কে জানে না তাদেরও কফি তৈরি করতে কোনো সমস্যা হবে না।
বাংলাদেশেও আপনি এখন মেকার পেয়ে যাবেন। নিচে কিছু কফি মেকারের দাম দেওয়া হলোঃ
1. Miyako Coffee Maker ৳2400
2. Mini Portable Coffee Machine ৳2955
3. Miyako Electric Coffee Maker ৳2550
4. Sokany Coffee Maker ৳2699
5. DeLonghi Coffee Maker ৳12950
6. Saachi Coffee Maker ৳14850
7. Migeet Coffee Machine ৳14761
8. LED Coffee Machine ৳20999
9. Philips Coffee Maker ৳58950