২০২৪ সালে এসে জেনে নেই - কিভাবে ঘরোয়া উপায়ে গাছের পোকা দমন করা যায়

 

ঘরো উপায়ে পোকা দমনের কার্যকারি উপায় 


গাছের প্রতি ভালবাসার কারণে অনেকেই বাসার বেলকুনি কিংবা ছাদ বাগান করে থাকে । সুস্থ সবুজ গাছ মনের আন্দের একটি খোরাক জোগায় । হঠাৎ একদিন দেখলেন আপনার সবুজ  গাছ গুলোতে পোকা ধরেছে  । শুরু হলো বিপত্তি ! পোকা গুলো সবুজ গাছের পাতা গুলো খেয়ে নিচ্ছে  । সর্বপুরি পুরো গাছটির মারাত্মক ক্ষতি করে ফেলছে পোকা গুলো ।বাজারে পাওয়া  বাসায়নিক ব্যবহারের কোন ইচ্ছে নাই  ? চিন্তা নাই  বাড়িতে তৈরি করে নিতে পারেন এর সহজ সমাধান । নিচের দেওয়া ঘরোয়া উপায় গুলো ব্যবহার করে সহজে গাছের পোকা দমন করতে পারবেন । আসুন দেখে নেই গাছের পোকা দমনের ঘরোয়া উপায় গুলো । 


সমাধান -১. সবান জল 


ঘরোয়া উপায়ে পোকা দমনের সবচাইতে সহজ প্রক্রিয়া হলো এটি । পোকা দমন করার একটি কার্যকারি উপায় হলো পোকামাকড় গুলোকে ডিহাইড্রেশন করা । এর জন্য উত্তম উপায় হলো সাবান এর জল ব্যবহার করা । প্রথমে ৫ টেবিল চামচ বাসান মাজার সাবান নিন । তাতে দিয়ে দিন ৪ কাপ জল । প্রাণালীটি ভালোবাবে মিক্স করে  স্প্রে বতলের  মাধ্যমে গাছের  গায়ে প্রয়োগ এবং পাতায় প্রয়োগ করুন । দেখবেন পোকাগুলো পালাবে । 


সমাধান - ২. নিম তেলের ব্যবহার 


নিম জিনিসটা মানে প্রকৃতিক ঔষুধি গুনাগুনে ভরপুর । নিমের তেল স্প্রে বোতলে ভরে গাছে প্রয়োগ করুন । দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন । 


সমাধান -৩. বসুন 


গাছের পোকাদমনের আরো একটি কার্যকারি  উপায় হলো বসুন এর ব্যবহার । এটি পোকা নিধনের ক্ষেত্রে অব্যর্থ  দাওয়াই হিসাবে কাজ করে । কেননা পোকা মাকড় রসুনের গন্ধ সহ্য করতে পারে না । তাই  গাছের চারপাশে মাটিতে কয়েক কোয়া রসুন রেখে দিন গাছের পোকা দূর হয়ে যাবে ।


সমাধান -৪. শুকনো গুড়া মরিচের ব্যবহার 


৬ বা ৭ ফোটা সাবান জল ৩ লিটার পানিতে দিয়ে দিন । তারপর  এতে  ২ টেবিল চামচ শুকনো মরিচের গুড়া দিয়ে দিন । মিশ্রণটি ভালভাবে মেশান । তারপর স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে গাছের  গায়ে প্রয়োগ করুন । এখানে শুকনো মরিচের বিকল্প হিসাবে , পাপরিকা  ককিংবা  আদা পাওড়ারও ব্যবহার করতে পারবেন । কেননা এসব উপানে রয়েছে পোকা তাড়ানোর কার্যকারি উপাধান ।


সমাধান -৫. অ্যালকোহল এর ব্যবহার 


অ্যালকোহল পোকা  তাড়াতে উত্তম ভূমিকা পালন করে । ৭০% ইসোপ্রোপাইল অ্যালকোহল আধা কেজি পানির সাথে মিশয়ে গাছে প্রয়োগ করুন । দেখবেন সর্বউত্তম ফলাফল মিলবে । 


উপরোক্ত ঘরোয়া উপায় গুলোর যেকোন একটি ব্যবহার করে খুব সহজে  গাছে পোকা দমন করতে পারবেন । যারা তাদের স্বদের গাছটি রক্ষা করতে চান তাদের জন্য উপায় গুলো রক্ষা কবজ হিসাবে কাজ  করবে । আসুন আমাদের চারপাশে বেশি করে গাছ লাগাই এবং গাছের যত্ন করি । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.