ছাদ বাগান |
এক টুকরা সবুজ এনে দিতে পারে ধূলাময় দূসর ইট পাথরের এই ছোট নগরীতে আপনার জীবনে প্রশান্তি । গাছ কেটে ও খালি জায়গা দখল করে যে ভাবে ইট পাথরেরে দালান কোটা তৈরি হচ্ছে তাতে করে সবুজ এর দেখা পাওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছে । প্রবাল ইচ্ছা শক্তি ইট পাথরেরও সবুজের বিল্পব ঘাটাতে পারে । ভাবছেন কি ভাবে ? উত্তর অনেক সহজ । আপনার বাড়ির ছাদে তৈরি করুন ছাদ বাগান । অনেকে হইতো ছাদ বাগান তৈরি করেছেন । আবার অনেকে ছাদ বাগান তৈরি করার পরিকল্পনা করতেছেন । তাদের জন্য অতিভয় কার্যকারি ভূমিকা রাখবে এই ব্লকটি । আসুন জানি ছাদ বাগান করার আগে যা করা জুরুরি ।
ছাদ বাগান কি ? ছাদ বাগানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ?
পাকা বাড়ির ছাদে ড্রামে বা টবে অথবা বেড তৈরি মাধ্যমে যে বাগান তৈরি করা হয় তাই ছাদ বাগান । ছাদ বাগান ধূলাময় দূসর নগরিতে এনে দিতে পরে শান্তির ছায়া । তাছাড়াও ছাদ বাগান আপনার বাড়ির সর্বোচ্চ ফ্লোরকে ঠান্ডা রাখে । চারদিকের পরিবেশকে ফ্লেশ ও সতেজ রাখে । জিব বৈচিত্র্য এখন যে ভাবে হুমকির মধ্যে পরছে , তা রক্ষার কার্যকারি ভূমিকা বা রক্ষা কবজ হতে পারে এই ছ্রোট ছাদ বাগানটি । পাশাপাশি ছাদ বাগান অক্সিজেনের পরিমাণ বাড়ায় । ছ্রোট ছাদ বাগানটি আপনার খাবের চাহিদার পরিপূর্ন ঘাঠতি পূরণ করতে পারুক বা না পারুক আপনার মনের খুড়াক যোগাবে এটা নিশ্চিত ।
ছাদ বাগান করার আগে আমাদের যা করা জরুরি
ছাদের ধারণ ক্ষমতা
সব পাকা বাড়ির ছাদ , ছাদ বাগান করা উপযোগী নয় । কেননা ছাদ বাগানে বড় একটি গাছ লাগানোর জন্য যে পরিমাণ মাটির প্রয়োজন হয় তা নেহায়েত কম না । গাছ গুলোতে প্রতিনিয়ত পানি দিতে হবে আর পানি দিলে মাটির ওজন আরো ভাড়ে । তাই ছাদ বাগান করার আগে অবশ্যই আপনার বাড়ির ধারণ ক্ষমতা সম্পর্কে জেনে নিতে হবে । যাতে বাড়ির কোন ক্ষতি না হয় ।
সূর্যালোকের অবস্থান
গাছ বেচে থাকার জন্য সূর্যের আলোর ভূমিকা অতিব গুরুত্বপূর্ন । তাই ছাদ বাগান করার আগে খেয়াল রাখতে হয়ে সূর্যের আলো কোন দিক দিয়ে সবচায়তে বেশি পরে ,বিকালে সূর্যের আলো কতটুকু পরে , ঋতু অনুযায়ী সূর্যের আলো কোন দিকে সরে যায় । রোদের অবস্থানের উপর নির্ভর করে বাগানের গাছ বাচাই করতে হবে । ছাদে যেহেতু সবসময় রোদের আলো আসে সেই ক্ষত্রে সবজি চাষ করা অধিকতর সুবিধাজনক হতে পারে । পাশের বাড়ির উচ্চতা এবং রেলিং এর অবস্থান অনুযায়ী বাগানে ছায়া আসতে পারে । তাই বাগানে কোনদিকে কতক্ষন এবং সারাদিনে কতটুকু সূর্যের আলো পাওয়া যাবে তার হিসাব করে ছাদ বাগানের নকশা তৈরি করতে হবে ।
বাতাসের দিক বিবেচনা
ছাদে এমনিতে বাতাসের পরিমান বেশি হয়ে থাকে । বাতাস সূর্যের আলোর মতই গাছের জন্য অনেক গুরুত্বপূর্ন । কিন্তু বেশি বাতাস গাছের অদ্রতা কেড়ে নেয় । তাছাড়া অতিরিক্ত বাতাসে গাছ ডলে পরতে পারে । তাই ছাদ যদি অনেক উচু হয় এবং এর চারপাশে কোন উচু দালান না থাকলে ,প্রবাহ মান বাতাসের গতি নিয়ন্ত্রের জন্য বাগানের অবস্থানের নকশা অনুযায়ী বেড়া দিতে হবে ।
পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা
গাছের জন্য পানি দরকার । তাই ছাদ বাগান করার আগে ছাদ বাগানের নকশায় পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে । নতুবা বাগানের মাটি থেকে বেড় হওয়া অতিরিক্ত পানি ছাদে শ্যায়লা তৈরি করে ছাদের কংক্রিটের ক্ষতি করতে পারে ।
মাটি বাচাই
বাগান তৈরির ক্ষেত্রে সবচায়তে অধিক গরুত্বপূর্ন হলো মাটি নির্বাচন করা । মাটি হালকা ও পানি ধরে রাখার ক্ষমতা থাকতে হবে । মাটি নির্বাচনের ক্ষেত্রে বেলে মাটি অধিকতর পূরিপূর্ন । বেলে মাটির সাথে সবুজ সার মিলিয়ে তৈরি করা মাটি ছাদ বাগানের জন্য অধিকতর কার্যকারি ।
গাছ বাচাই করন
ভালো গাছ মাধ্যমে একটি সবুজ বাগান তৈরি করা সম্ভব । আর এটি যেহেতু ছাদ বাগান হবে তাই গাছ বাচাই অতিশয় গুরুত্বপূর্ন । তাই ভেবে চিন্তে গাছ বাচাই করতে হবে । ফুল ,ফল কিংবা সবজি যে ধরণের গাছই লাগান না কেন , সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের উচ্চতায় যেন বেশি না হয় । ফল গাছ লাগালে গাছের উচ্চতা কম রেখে , বেশি ডাল পালা ঝাড় রাখুন । কোন গাছ গুলো ছাদ বাগানের জন্য অধিকতর উপযোগী সেই সম্পর্কে জানতে এই ব্লকটি পরতে পারেন ।
আরো পড়ুন : কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গাছের পোকা দমন করা যায় ।