গরমে ঘর ঠান্ডা রাখার কার্যকারি ৫ টি উপায়

প্রচন্ড গরমে জন জীবনে এখন নাভিশ্বাস অবস্থা । বাচ্চাদের লেখাপড়ায় বিগ্ন গঠছে । বাহিরে গরমের সাথে মোকাবেলা করে ঘরে এসেও শান্তি মিলসে না । সারাদিনের তীব্র তাপাদহে রাতে শোয়ার সময় ঘর গরম হয়ে থাকে । যাদের ঘরে এসি আছে তাদের তাদের তেমন একটা সমস্যা না হলেও যাদের ঘরে এসি নেই তাদের নাভিশ্বাস অবস্থার মধ্য দিয়ে ঘরে ও বাহিরে দিন রাত অতিভাহিত করতে হচ্ছে । আপনি চাইলে কিছু উপায়ের গ্রহনের মাধ্যমে ঘরকে শীতল রাখতে পারেন । গরমে ঘর ঠান্ডা রাখার কার্যকারি ৫ টি উপায় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হলো । 

গরমে ঘর ঠান্ডা রাখার উপায় 


গরমে ঘর ঠান্ডা রাখার ৫ টি উপায় 


১.ঘরে  পশ্চিম ও দক্ষিন দিকে জানালা থাকলে  অবশ্যই জানালাই মোটা পর্দা ব্যবহার করতে হবে । দিনে ঘররে সবকটি জানালার  পর্দা টেনে রাখতে হবে । ঘরের পজিশন অনুয়ায়ী যদি কোন জানালা দিয়ে বাতাস আসে সূর্য়ের আলো বাদে তাহলে উক্ত জানালার পর্দা উঠিয়ে রাখুন । এতে  ঘর ঠান্ডা থাকবে । 


২. ঘরে দরজা যতক্ষণ সম্ভব খোলা রাখার চেষ্টা করতে হবে । কেননা দিনে দরজা বন্ধ থাকলে ঘরে আলো বাতাস চলাচল করতে পারবে না । তাই শহর কিংবা গ্রামে দিনে সজাগ দৃষ্টিতে ঘরের দরজা খোলা রাখুন । 


৩.  টেবিল ফ্যানের সামনে বরফ রেখে ফ্যান চালিয়ে দিন । এটি ঘর  ঠান্ডা রাখার একটি কার্যকারি উপায় । 


৪. বিছানায় সুতি চাদর ব্যবহার করুন । খেয়াল রাখতে হবে যাতে চাদর সাদা হয় কিংবা হালকা রঙের হয় । নিয়মিত বেডশিট ও বেডকভার পরিবর্তন করুন । এতে করে শুধু ঘরে ঠান্ডা নয় ,মানসিক ভাবেও সতেজ ও ফ্রেশ লাগবে । 


৫.  সবচায়তে অধিক গুরুত্বপূর্ন  কার্যকারি উপায় টি হচ্ছে গাছ লাগানো । বাড়ির চারপাশে  ছাদে কিংবা বেলকুনিতে গাছ লাগান । এতে করে ঘর ঠান্ডা থাকবে । 


উপরোক্ত আলোচনার পাশাপাশি আরো কিছু পদক্ষেপ তীব্র গরমেও ঘরকে ঠান্ডা রাখবে । যেমন অযথা ঘরে বেশি লাইট জালিয়ে রাখবেন না । ঘবে টেবিল ল্যাম বা ডিম লাইট ব্যবহার করুন । বিনা করণে ঘরের চুলা জালিয়ে রাখা থেকে রিরত থাকুন । রান্না করার সময়  রান্না ঘরের গরম বাতাস যেন ঘরের চাকদিকে ছরিয়ে না পরে । তাই রান্না ঘরে রান্নার সময় বেনটিলেটার ফ্যান চালিয়ে রাখুন এবং রান্না ঘরের জানালা খুলে রাখুন । পূর্ব এবং পশ্চিম দিকের জানালয় অবশ্যই সানশেড লাগান । উল্লেখিত পদক্ষেপ গুলো অবলম্বনে গরমে ঘর ঠান্ডা রাখা যাবে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.