ফাইবারে কোন কাজের চাহিদা বেশি |
প্রথমে আমরা জানবো ফাইভার কি ? What is Fiverr ?
আমাদের এই ব্লকের মাধ্যমে আমরা অন লাইন থেকে আয় করার সঠিক উৎস এবং উপায় সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের প্রণবন্ত ,সজীব এবং সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি । ধরেন, অনলাইনে এমন একটা প্লাটফরম আছে যেখান থেকে আপনি আনলিমিটেড উপর্জন করতে পারবেন শুধু মাত্র দক্ষতার মাধ্যমে । তাহলে ব্যাপারটা কেমন হয় ? কল্পনা মনে হলেও সত্যি "ফাইবার" এমন একটা অনলাইন প্লাটফরম যেখান থেকে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন । তবে আয় করার জন্য আপনার দক্ষতা থাকতে হবে অবশ্যই ।
সহজ কথায় বলতে গেলে ফাইবার "Fiverr" হলো একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্রেস প্লাটফরম "Online Freelancing Marketplace Platform", অর্থাৎ এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন ,যে কাজ গুলো করে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন । যেমন Graphic Design , Digital marketing ,Web design, Web development , Games development সহ আরো নানা ধরনের কাজ , এগুলো থেকে একটি মাত্র কাজে দক্ষতা অর্জন করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন ।
আপনার ফ্রিল্যান্সিং এর ভাবনা থেকে হয়তো আপনি আমাদের এই ব্লকটি পড়তে আসছেন এবং জানতে আসছেন । তবে বলে রাখা ভালো যে আপনার জানার ঠিক এই সময়ে , আমাদের দেশে প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সের সংখ্যা নেখাত কম না । তারা তাদের পছন্দ অনুযায়ী ,কাজের উপর দক্ষতা অর্জন করে নিজেদের বেকারত্ব গুছানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে । অনলাইন থেকে আয় করার জন্য আরো অনেক প্লাটফরম আছে । কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ আয়ের এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফাইবার ।
এক কথায় ফাইবার"Fiverr"এমন একটি ওয়েভসাইট যেখানে নানা ধরনের সার্ভিস বেচা - কেনা করা হয় । এখানে যারা সার্ভিস কিনে তাদেরকে বলা হয় বায়ার " Byer " । আর যারা সার্ভিস প্রদান করেন তাদেরকে বলা হয় সেলার সেলার "Seller , অর্থাৎ ফাইবারে আপনি সেলার হয়ে রেজিস্ট্রেশন করে সার্ভিস প্রধান মাধ্যমে হাজার হাজার টাকা আয় করতে পারবেন । সেক্ষেত্র অধিক গুরুত্বপূর্ন হলো যে কোন একটি কাজে পরিপূর্ন দক্ষতা অর্জন করা । দক্ষতা অর্জন ছাড়া ফাইবার মার্কেটপ্লেস থেকে আয় করা সম্ভব নয় । আশা করি উপরোক্ত আলোচনা থেকে ফাইবার কি "What is Fiverr" সম্পর্কে জানতে পেরেছেন । ফাইবার সম্পর্কে জানার পরই যেটা জানা অধিকতর গুরুত্ব বহন করে সেটা হলো বর্তমানে ফাইবারে কোন কাজের চাহিদা বেশি ।
আসুন এইবার জানি বর্তমানে ফাইবারে কোন কাজের চাহিদা বেশি । যে কাজের উপর দক্ষতা অর্জন করে আপনিও তৈরি করতে পারেন আপনার সফল কেরিয়ার ।
১ . ডিজিটাল মার্কেটিং
বর্তমানে ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক । ডিজিটাল মার্কেটিং বলতে প্রচার প্রচারণাকে বুঝায় । অর্থাৎ অনলাইনে সার্ভিস বা পণ্যের প্রচারণাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং । ধরুন আপনি আফ লাইনে আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে প্রাচার করবেন , তাহলে আপনার মাধ্যম গুলো কি হতে পারে একটু ভাবুন তো ? অফলাইন মার্কেটিং এর জন্য আপনি ব্যবহার করবেন ,ব্যানার , পোস্টার, লিফলেট কিংবা মাইকিং । ঠিক তেমনই অনলাইনে মার্কেটিং করার জন্য কিছু উপায় রয়েছে । যেমন
- এসইও
- কন্টেন্ট মার্কেটিং
- এড ম্যানেজার মনিটিরিং
- সোসিয়াল মিডিয়া মার্কেটিং
- সিপিএ মার্কেটিং
সহ আরো কিছু কাজকে একত্রে বলা হয় ডিজিটাল মার্কেটিং । ভালো একটি আইটি অফিস থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স সম্পন্ন করে ফাইবারে এসে কাজ করতে পারবেন ।
২. গ্রাফিক্স ডিজাইন
সহজ কথায় বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন হলো কোন তথ্যকে আপনার মনের সৃজনশিলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সেইপ ,রং ,রেখার মাধ্যমে প্রাকাশ করা । বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে খুব সহজেই ফাইবার মার্কেটপ্লাসে কাজ পাওয়া যায় । তবে গ্রাফিক্স সেক্টরে অনেক ধরনের কাজ রয়েছে । যেমন
- লগু ডিজাইন
- ব্যানার জিজাইন
- বিজনেস কার্ড ডিজাইন
- প্যাকেজিং ডিজাইন
- টি শার্ট ডিজাইন
ইত্যাদি কাজে দক্ষতা অর্জন করতে পারেন । তবে গ্রাফিক্স কাজে মধ্যে সবচায়তে বেশি চাহিদা আছে প্যাকেজিং ডিজাইন । এই কাজের উপর আপনি ফোকাস করতে পারেন ।
উপরোক্ত দুইটি কাজে আপনার দক্ষতা আর্জন করতেও সময় কম লাগবে । মনোযোগ দিয়ে ৩ মাস চেষ্টা করলেই আপনি এই কাজ গুলোতে দক্ষ হয়ে উঠতে পারবেন । আর এই দুইটি কাজেই ফাইবারে অনেক চাহিদ রয়েছে । ডিসিশন আপনার , দু্ইটি কাজের মধ্যে যে কোন একটি বাচাই করে দক্ষতা অর্জনের দৌড়ে অংশগ্রাহন করে ফেলুন এখনই । তবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার প্রচুর দক্ষতার পাশাপাশি আরেকটি জিনিসের খুব প্রয়োজন পরবে সেটি হলো ধৈর্য ।
ধন্যবাদ,ফাইবার নিয়ে ভালো তথ্য শেয়ার করার জন্য
ReplyDeleteগুরুত্বপূর্ণ একটি পোষ্ট
ReplyDelete