ভিভো Y21 বাংলাদেশ প্রাইস কেমন চলছে 2024 l Vivo Y21 Price in Bangladesh

 

ভিভো Y21 বাংলাদেশ প্রাইস কেমন চলছে 2024


আজকের ব্লকের মাধ্যমে আমরা জানতে পারবো ,ভিভো Y21 বাংলাদেশে প্রাইস  কেমন চলছে 2024 এবং এর বিস্তারিত ফিচার সম্পর্কে । আমাদের দেশে  Vivo Y21 ফোনটির অনেক হাইপ রয়েছে । তাই অনেকে ভিভো Y21 বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে চান । তাই এই ব্লকের মাধ্যমে তুলে ধরবো Vivo Y21 Price in Bangladesh এবং Vivo Y21 এর বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে । আপনি যদি Vivo Y21 এবং ভিভো Y21 বাংলাদেশ প্রাইস এবং 2024 এসে এই ফোনটি এই দামে কেনা ঠিক হবে কি না তা জানতে চান তাহলে আপনি আজকের ব্লকটি পড়তে পারেন । 



ভিভো Y21 বাংলাদেশ প্রাইস কেমন চলছে 2024 এসে তা জানবো 



২০২১ সালে ২০ ই  আগষ্ট   Vivo কোম্পানি সর্বপ্রথম ভিভো Y21 ফোনটি বাংলাদেশের বাজারে নিয়ে আসে । আসার কিছুদিনের মধ্যেই Vivo Y21 ফোনটি তার স্পেসিফিকেশন এর মাধ্যমে তার সম মূল্যের অন্য সব ফোনকে বিট করে দেয় সহজে । ডায়মন্ড গ্লও মিডনাইট ব্লু এই দুই রঙ্গে  বাজারে আসে ফোনটি । এর নজর করা রঙ্গ এবং এর প্রিমিয়াম ডিজাইনের কারনে সবাই এর প্রেমে পরে যায় । 2G ,3G,4G সার্পোটেট ফোন হল এটি । তাছাড়াও এই ফোনটিতে ন্যানো ডুয়েল সিম সার্পোট করে ।  যা এখন বাজারে আসা  ফোন গুলোতে  পাওয়া যায় । Helio Processor ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে । যার কারনে ফোনটির টাইচ রেসপন্স অনেক ভালো পাওয়া গেছে । তাছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে  IPS LCD ডিসপ্লে । যার Height 6.51 inches . Vivo Y21 ফোনটিতে আরো দেওয়া হয়েছে পিছনে 13 MP  ক্যামেরার সাথে 2 MP আল্টা ওয়াইড ক্যামেরা এবং সামনে ব্যবহার করা হয়েছে 8 MP ক্যামেরা । সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারি । ফলে ১ চার্জে লম্ব সময় পর্যন্ত ব্যাটারির ব্যাকআপ পাওয়া যায় । আসুন নিচে থেকে জেনে নেই ভিভো Y21 এর যারতীয় স্পেসিফিকশন -


ভিভো Y21 এর স্পেসিফিকেশন । Vivo Y21 Specification





ভিভো Y21 বাংলাদেশ প্রাইস 2024 


আপনার বাজেট ১৫০০০ টাকা হয় আর আপনি যদি Vivo কোম্পানির ফোন খোজ করেন  তাহলে  Vivo Y21  আপনার জন্য বেষ্ট স্মার্টফোন হবে । কেননা এর প্রিমিয়াম বিল্ডকোয়ালিটি এই বাজেটের যেকোন ফোন কে বিট দিতে পারবে । আমাদের দেশ এই স্মার্টফোনটি দুইটা বেরিয়েন্টে পাওয়া যায় । একটা হলো 4 GB RAM এর সাথে 64 GB ইন্টারাল স্টোরেজ  আরেকটা হলো 4GB RAM এর সাথে 128GB ইন্টারালস্টোরেজ ।  নিচ থেকে দেখি ভিভো Y21  কোন বেরিয়েন্টের কত দাম -


Vivo Y21 Price in Bangladesh

4 GB + 64 GB - Price - 14999 Taka

4 GB + 128 GB - Price - 15990 Taka



Vivo Y21 কেন কিনবো ?


👍 এই স্মার্টফোনটিতে দাম অনুযায়ী ভালো RAM এবং ROM ব্যবহার করা হয়েছে । 

👍 5000 mAh ব্যাটারি ব্যাবহার করা হয়েছে । তাই ফোনটিতে ব্যাটারির ব্যাকআপ ভালো পাওয়া যাবে ।

👍 এই ফোনটি Android 11 সার্পোট করে । 

👍 অসাধারণ বিল্ড কোয়ালিটির কারণে স্মার্টফোনটি দেখতে সেই লাগে । 

👍 দ্রুত চার্জ হয়ে যায় 

👍 স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট  সেনসর অনেক ভালো কাজ করে ।

 👍 ফোনটিতে আল্টা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন । 



ভিভো Y21 এর  অসুবিধা 


👎 এর প্রসেরটি আরেকটু ব্যাটার করা যেত ।

👎 মেইন ক্যামেরা আরেকটু ভালো দিতে পারতো  ।



Vivo Y21 নিয়ে আপনাদের প্রতিনিয়ত জিঙ্গেসা ও উত্তর । FAQ


Vivo Y21 এর বতর্মান মার্কেট প্রাইস কত ?


💁 Vivo Y21 বাংলাদেশে দুইটি বেরিয়ান্টে পাওয়া যায় । 4 GB + 64 GB ইন্টারনাল স্টোরেজ বেরিয়ান্টির দাম পরবে 14999 টাকা আর 4 GB + 128 GB ইন্টারনাল বেরিয়ান্টির দাম পরবে 15990 টাকা ।


ভিভো Y21 বাংলাদেশে পাওয়া যাবে ?


💁 হে বাংলাদেশে ভিভো Y21 এখনও দুইটি কালারে পেয়ে যাবেন । 


Vivo Y21 বাংলাদেশের বাজারে কবে এসেছিল ?


💁 2021 সালের আগাষ্ট মাসের 21 তারিখে Vivo কোম্পানি এই ফোনটি বাংলাদেশর বাজারে এনেছিল ।


Vivo Y21 Price in Bangladesh ?


💁  4 GB + 64 GB - 14999 taka 

💁 4 GB + 128 GB - 15990 taka 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.