জেনে নিন নতুন নিয়মে ই পাসপোর্ট চেক করে কিভাবে ? E passport Check

পাসপোর্ট চেক


অনেকেই আছেন যারা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন । আবেদনের পর পাসপোর্ট বর্তমান অবস্থা যাচাই কি ভাবে করবেন এটা জানেন না ?  আপনার উদ্দেশ্য বলতাছি আপনি চাইলে দোকানে বাড়তি টাকা খরচ না করে ঘরে বসেই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন । তাও আবার ১ মিনিটের মধ্যে । ই পাসপোর্ট চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন -


  • পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা 
  • পাসপোর্ট কবে নাগাত পেতে পারেন 
  • পাসপোর্ট এর বর্তমান অবস্থা


আজকের এই নিম্নউক্ত আলোচনা থেকে আমরা জানতে পারবো যে কিভাবে  সহজে আপনি ই পাসপোর্ট চেক করতে পারবেন । epassport.gov.bd এটি সরকারি ই পাসর্পোট চেক করার ওয়েভসাইট । এখান থেকে আপনি আপনার Passport Application ID অথবা Online  Registration ID মাধ্যমে জানতে পারবেন পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে । এই সম্পর্কে যাবতীয় আলোচনা নিচে প্রধান করা হলো -




২ ভাবে আপনি আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস  সর্ম্পকে জানতে পারবেন  -


  1. অনাইনের মাধ্যমে 
  2. এসএমএস এর মাধ্যমে 


এবার আমরা জানবো ই পাসপোর্ট চেক করতে কি কি লাগবে - E passport Check online -





পাসপোর্ট  এর জন্য আবেদন  কারার পর উক্ত পাসপোর্ট কারিকে একটি  ID  নাম্বার প্রদান করা হয় । এই আইডি নাম্বার  অথবা পাসপোর্ট এর সব কাগজ পত্রাদি জমা দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয় , এতে থাকা রেফারেন্স নাম্বার এবং আবেদন কৃত পাসপোর্টে উল্লেখিত সঠিক জন্ম সাল ই পাসপোর্ট চেক করার জন্য লাগবে । সহজ কথায় বলতে গেলে -


  • Online Registration ID (OID) 
  • Application ID 
  • Date of Birth


 উপরোক্ত ৩ টা জিনিস মাধ্যমে  আপনি ই পাসপোর্ট চেক করতে পারবেন । 



অনলাইনে  E Passport Check করার নিয়ম 


প্রথমে আপনাকে ই পাসপোর্ট চেকিং সরকারি ওয়েভসাইট অথবা সরাসরি আপনি এই  https://www.epassport.gov.bd/landing ক্লিক করার মাধ্যমে e-Passport portal এর হোম পেইজে প্রবেশ করতে হবে । প্রবেশ করার পর Apply Online for e-passport / Re - Issue অথবা Direct 3 dot menu তে প্রবেশ করে  Check Status এই অপশনে ক্লিক করতে হবে । Check Status ক্লিক করার পর ঠিক এমন পেইজ আসবে । নিচে ছবির মাধ্যমে তুলে ধরা হলো ।



এবার আপনি  Online Registration ID অথবা Application ID টাইপ করুন । তারপর পাসপোর্টের আবেদনে উল্লেখিত জন্ম তারিখ বসিয়ে নিচে থাকা ক্যাপচাটি পূরন করে Check বাটনে ক্লিক করে দিন । Check বাটনে ক্লিক করার সাথেই সাথেই আপনি আপনার ই পাসপোর্টের বর্তমান স্ট্যাটাসটি সম্পর্কে জানতে পারবেন । 


পাসপোর্ট চেক করুন ডেলিভারি স্লিপ এর মাধ্যমে 


ডেলিভারি স্লিপ এর মাধ্যমেও ই পার্সপোর্ট চেক করতে পারবেন । ডেলিবারি স্লিপ থাকা স্লিপ নাম্বার এবং আপনার জন্মতারিখ দিয়ে খুব সহজে পাসপোর্ট চেক করতে পারবেন । অনলাইনে সব উপায়ে ই পাসপোর্ট চেক করার পদ্ধতি একই । তাই একটি উপায়ে  ই পাসপোর্ট চেক করতে পারলে সবগুলো উপায়েই পারবেন । 


এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করবে যে ভাবে 


e passport check কারার আরেকটি সহজ উপায় হলো এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করা । আপনি চাইলে যেকোন মোবাইলের মাধ্যমে এসএমএস এর সাহায্যে ই পাসপোর্ট চেক করতে পারবেন । সেক্ষত্রে আপানর মোবাইলে ম্যাসেস অপশনে গিয়ে টাইপ করতে হবে START EPP Application ID Number লিখে পাঠিয়ে দিবেন 16445 নাম্বারে । 


চেক পরমেট টা ঠিক এই রকম হবে - START EPP 1234*******48 


কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা । 


আশা করি পাসপোর্ট কিভাবে চেক করতে হয়, তার পুরাপুরি ধারনা পেয়ে গেছেন । তারপরও যদি আপনার পাসপোর্ট চেক করতে সমস্যা হয় তাহলে যারা অনলাইন সম্পর্কে বুঝে তাদের দ্বারা চেক করিয়ে নিবেন । 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.