সঠিক নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন ঘরে বসে

 সঠিক নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন ঘরে বসে 



জন্ম নিবন্ধন যাচাই 


জন্ম নিবন্ধন যাচাই হলো এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে একজন ব্যাক্তির জন্ম নিবন্ধন অনলাইনে হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায় । আগে হাতে লিখা জন্ম নিবন্ধন সর্ব জায়গায় ব্যবহৃত হতো । তবে বর্তমানে হাতে লিখা জন্ম নিবন্ধন অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায় না । সর্ব ক্ষেত্রে এখন অনলাইন জন্ম সনদ ব্যবহৃত হয় । তাই প্রত্যেকের জন্ম নিবন্ধন অনলাইন করিয়ে নেওয়া উচিত । অনেকেই  জানেননা আপনাদের  ছেলে-মেয়ের অনলাইনে জন্ম নিবন্ধন আছে কি না ?   আজকের আলোচনায় আমরা জানানোর চেষ্টা করবো  অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন । 



অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই প্রক্রিয়া  


অনেকেই হয়তো মনে করতে পারেন জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই খুবই কঠিক ব্যাপার । আসলে আপনার এই ধারণা ঠিক না । বর্তমান যুগে ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারনে প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে । কেননা এখন সর্বত্র ইন্টানেটের ব্যবহার হয় । কয়েকট ধাপ অনুসরণ করে আপনি ঘরে বসে কয়েক মিনিটে  অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন । সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন নাম্বার এবং এখানে ব্যবহৃত জন্ম তারিখ । আসুন নিচে থেকে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন তার খুটি নাটি জানি । 



ধাপ ১ . ওয়েভ সাইটে প্রবেশ 


আপনাকে প্রথমে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধনের সরকারি ওয়েভ সাইটে প্রবেশ করতে হবে । সে জন্য আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার থেকে যেকোই একটি ব্রাউজার সিলেক্ট করে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে এই লিংক টি  https://everify.bdris.gov.bd/ 




ধাপ ২ . জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ ফিলাপ 


জন্ম নিবন্ধন যাচাই ওয়েভ সাইটে প্রবেশ করার পর সেখানে একটি ফরম দেখতে পাবেন । এই ফরমে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার অপশন থাকবে । অপশন গুলো ফিলাপ করতে হবে । Brith Registration Number  অপশনে জন্ম নিবন্ধন নাম্বার এবং Date of Birth এই অপশনে জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ দিয়ে ফিলাম করতে হবে  । 




ধাপ ৩ . ক্যাপচা কোড ফিলাপ 


জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর ক্যাপচা কোড পূরণ করে নিতে হবে । ক্যাপচা কোডে দুইটি সংখ্যা থাকবে এবং দুইটি সংখ্যার ফলাফল The answer is এই অপশনে বসিয়ে ফরমটি ফিলাপ করতে হবে । 




ধাপ ৪ . সার্চ করা 


জন্ম নিবন্ধন নাম্বার , জন্ম তারিখ  এবং ক্যাপচা কোড যথাযথ পূরণ করার  পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে ।



ধাপ ৫ . জন্ম নিবন্ধনের অনলাইন কপি আসবে 


জন্ম নিবন্ধন নাম্বার ,  জন্ম তারিখ এবং ক্যাপচা কোড পূরণ করে সার্চ করার সাথে সাথে  জন্ম নিবন্ধনের অনলাইন কপি চলে আসবে । তারপর  মোবাইল বা কম্পিউটার মাধ্যমে Pdf আকারে Save করে নিতে পারবেন । প্রয়োজন বোধে পরে প্রিন্ট করে নিতে পারবেন । 



 এই ভাবে আপনি খুব সহজে সঠিক নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন । তবে জন্ম নিবন্ধন যাচাই করার কোন অ্যাপ সরকারি ভাবে প্লেস্টোরে আপলোড় করা নেই । ওয়েভ সাইট এর মাধ্যমে আপনাকে জন্ম নিবন্ধন যাচাই করতে হবে । তবে এখন কিছু ্অ্যাপ প্লেস্টোরে পাওয়া যায়, বলে রাখা ভালো এগুলো সরকারি কোন অ্যাপ নয়, সরকারি ওয়েভ সাইটকে অ্যাপে রূপান্তর করা হয়েছে । 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.