রবিতে মিনিট চেক করুন অতি সহজে । রবি ইন্টারনেট অফার ২০২৪

রবিতে মিনিট চেক করুন অতি সহজে । রবি ইন্টারনেট অফার ২০২৪ 

 

রবি সিমের অফার সমূহ 



রবি সিম বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে পৌছে যাচ্ছে । বর্তমানে কম দামে মিনিট ,ইন্টারনেট এবং মাসিক বান্ডেল কেনা যায় রবি সিমে । যারা এর গ্রহক আছেন তারা  রবি সিমের মিনিট অফার,ইন্টারনেট অফার এবং চেক করার নিয়ম জানতে চান । প্রত্যেকটা প্যাকেজই  নিদিষ্ট মেয়াদী হয়ে থাকে । যদি আপনি মিনিটের মেয়াদ কবে শেষ হবে তা না জানেন তাহলে আপনার কষ্টের টাকা কেনা মিনিট,ইন্টারনেট চলে যাবে সিম কোম্পানির কাছে । 


যারা ক্রমাগত রবি সিম ব্যবহার করে আসছেন কিন্তু রবি সিম ব্যবহারের খুটিনাটি কিছুই জানেন না তাদের উদ্দেশ্যে "Explore news with Us " এর আজকের আলোচনা । আজকের আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করবো রবিতে মিনিট চেক , রবি ইন্টারনেট অফার এবং রবি সিম ব্যবহার করতে গেলে যে বিষয় গুলো আমাদের জানা দরকার হবে । নিচের আলোচনা  বিস্তারিত পড়লে  রবি সিম ব্যবহারে খুটি নাটি আদ্য প্রান্ত সব জানতে পারবেন । তাই ধর্য ধরে আলোচনাটি পড়ার অনুরোধ রইল । 



রবিতে মিনিট চেক করুন অতি সহজে ২০২৪



ইন্টারনেট ছাড়া রবিতে মিনিট চেক করতে পারবেন অতি সহজে । সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কয়েকটা সংখ্যা কোড । আপনার স্মার্ট ফোন বা বাটন ফোনে মিনিট চেক করতে পারবেন নিমেষে । অনেকেই হয়তো নতুন রবি সিমের গ্রাহক হয়েছেন কিন্তু রবি সিমের বিভিন্ন তথ্যগত ব্যবহার সম্পর্কে অবগত না । তাদের উদ্দেশ্যে এখন আমরা জানাবো রবি সিমে মিনিট চেক কারায় নিয়ম সম্পর্কে । *২২২*২# অথবা *২২২*৯#  কোড ডায়েল করে যেকোন মোবাইলের মাধ্যমে আপনি রবিতে মিনিট চেক করতে পারেন । উক্ত কোডগুলো ডায়াল করার সাথে সাথে কিছুক্ষণ লুড নিয়ে আপনার মোবাইলের ডিসপ্লেতে ভেসে উঠবে  বিস্তারিত তথ্য ,যেমন কত মিনিট আছে , মিনিটের আর কতদিন মেয়াদ আছে এসব ? 


রবিতে মিনিট চেক করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে  গিয়ে লিখুন *২২২*২# অথবা *২২২*৯# এই নাম্বার গুলো । তারপর কল করুন আপানর রবি সিমে । কল করার কিছুক্ষণের মধ্যে ডিসপ্লতে বেসে উঠবে মিনিটের পরিমাণ এবং মিনিটের নিদিষ্ট মেয়াদ কাল । 


রবি মিনিট অফার 


এখন বেশিরভাগ গ্রহক মোবালের ব্যালেন্স দিয়ে কথা বলতে সাছন্দ্য বোধ করে না । এর কারণ অতি মাত্রার কলরেইট । তাই প্রায় সব গ্রাহকই প্রতিনিয়ত মিনিট অফার সম্পর্কে জানতে চান । আর আপনি যদি রবি সিমের গ্রাহক হয়ে থাকেন এবং অপডেড রবি মিনিট অফার সম্পর্কে জানতে চান তাহলে নিচের অফার গুলো খেয়াল করুন । 


  • ৫৯ টাকায় ৬০ মিনিট  ৫ দিনের জন্য 
  • ১৯৯ টাকায় ২১৫ মিনিট ৩০ দিনের জন্য
  • ১৬৯ টাকায় ১৭৫ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৩১৯ টাকায় ৪৭৫ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৯৯ টাকায় ১১০ মিনিট ৭ দিনের জন্য 
  • ১৯ টাকায় ২৩ মিনিট ১ দিনের জন্য 
  • ২৯ টাকায় ৩৫ মিনিট ২ দিনের জন্য 
  • ৬৯ টাকায় ৮০ মিনিট ৫ দিনের জন্য 
  • ৪৯৬ টাকায় ৩০০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৪৯ টাকায় ৫৫ মিনিট ৩ দিনের জন্য 
  • ২২৯ টাকায় ২৫০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ১২৯ টাকায় ১৩০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ১৮৯ টাকায় ২৪০ মিনিট ১৫ দিনের জন্য 
  • ২৫৯ টাকায় ৩১০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৩৫৯ টাকায় ৫৫০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৪০৯ টাকায় ৬৪০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ১১৯ টাকায় ১৭০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৯৮৯ টাকায় ১৫০০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৬৩৯ টাকায় ১০০০ মিনিট ৩০ দিনের জন্য 
  • ৫০৯ টাকায় ৭৫০ মিনিট ৬০ দিনের জন্য 
  • ৬৮৯ টাকায় ১০৫০ মিনিট ৯০ দিনের জন্য 
  • ৩৯ টাকায় ৫৫ মিনিট ২ দিনের জন্য 
  • ২৪ টাকায় ৩২ মিনিট ১ দিনের জন্য 

উল্লেখির রবি মিনিট অফার গুলো রবির অফিসিয়াল ওয়েভসাইট থেকে নেওয়া । আপনি চায়লে মিনিট অফার সম্পর্কে জানতে চায়লে তাদের অফিসিয়াল ওয়েভসাইটেও চোখ রাখতে পারেন । 



রবি ইন্টারনেট অফার ২০২৪ 


বরি সিমের ব্যবহারকারীগন তারা সবসময় রবি সিমের আপডেড  ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চান । এখন আলোচনা করা হবে রবি সিমের আপডেড ইন্টারনেট অফার সম্পর্কে । রবি সিমে নতুন নতুন ইন্টারনেট  অফার ক্রমাগত আপডেড করা হয় । আপনি যদি রবি ইন্টারনেট অফারের আপডেড জানতে চান তাহলে নিচের আলোচনা টুকু আপনার জন্য । বর্তমানে রবি সিম কোম্পানি গ্রাহকদের জন্য ধামাকা ইন্টারনেট অফার নিয়ে এসেছে । এগুলো অনকে জানেন আবার অনেকে জানেন না । যারা robi internet offer সর্ম্পকে জানতে চান তারা নিচে খেয়াল করুন । নিচে robi best interner offer গুলো দেওয়া হলো । 


৩০ দিনের রবি ইন্টারনেট অফার 


  • ২০৮ টাকায় -৪ জিবি 
  • ২৯৮ টাকায় - ৮ জিবি
  • ৩৯৮ টাকায় - ১৬ জিবি 
  • ৪৯৮ টাকায় - ২৫ জিবি 
  • ৫৯৮ টাকায় - ৪০ জিবি 


৩০ দিনের রবি মিনিট এবং ইন্টারনেট  অফার 



  • ২৯৯ টাকায় -৪ জিবি  + ১০০ মিনিট 
  • ৩৯৯ টাকায় - ১০ জিবি + ১৫০ মিনিট
  • ৪৯৯ টাকায় - ১৫ জিবি + ৩৫০ মিনিট
  • ৫৯৯ টাকায় - ২৫ জিবি + ৪০০ মিনিট 
  • ৬৯৯ টাকায় - ৩৫ জিবি + ৫০০ মিনিট 
  • ৭৯৯ টাকায় - ৪০ জিবি + ৭০০ মিনিট



৭ দিনের রবি ইন্টারনেট অফার 



১. ২৪৮ টাকায় - ৩০ জিবি ( অফারটি বিকাশ, নগদ, উপায় , রকেট ,ট্যাপের রিচার্জ কারার মাধ্যমে পেয়ে যাবেন । অথবা ব্যালেন্স  দিয়ে কিনার জন্য ডায়েল করুন *৪*২৪৮# ।

২. ৫৮ টাকায় - ২ জিবি ( ৫৮ টাকা বিকাশ ,নগদ , উপায় এ রিরার্জ এর মাধ্যমে পেয়ে যাবেন । *৪*৫৮# ডায়েল করে ব্যালেন্স এ মাধ্যমে ক্রয় করতে পারবেন । 

৩. ১৯৯ টাকায় - ১০ জিবি ( ডায়েল করুন *১২৩*০১৯৯# এই  নাম্বারে )



উল্লেখ যোগ্য যে উপরের অফার সমূহ কোম্পনি পরিনর্তন করতে পারে । তাই রবি ইন্টারনেট অফার ২০২৪  সম্পর্কে জানতে চোখ রাখতে পারেন রবি কোম্পানির ওয়েভসাইটে ,। তাছাডা আপনার কাছে বিকাশ ,নগদ কিংবা উপায় এর অ্যাপ থাকলে আপনার রবি সিমের ইন্টারনেট অফার গুলো দেখে নিতে পারবেন । 




রবি কাস্টমার কেয়ার নাম্বার 



রবি কাস্টমার কেয়ার নাম্বার হলো (১২১) । এই নাম্বারে ফোন কল করে সহজে আপনি রবি কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে পারবেন । তাছাড়াও  রবির  হেল্পলাইন নাম্বার হলো (১৫৮ ) । এই নাম্বারে কল করলে কোন প্রকার চার্জ কাটবে না । কেননা এটি একটি আইভিআর - ভিত্তিক সার্ভিস ।



রবি নাম্বার কিভাবে দেখে ? 


রবি সিমে নিজের নাম্বার নিজে দেখতে চায়লে আপনাকে ডায়েল করতে হবে *২# এই নাম্বারে । 



রবি এমবি চেক 


রবি এমবি চেক করতে পারেন এখন অনেক সহজে । এজন্য আপনাকে ডায়েল করতে হবে *৩# এই কোডটিত অথবা *৮৪৪৪*৮৮# এই কোডটি । এই কোডগুলো ডায়েল করার সাথে সাথে আপনার মোবাইল স্কিনে ভেসে উঠবে এমবির পরিমাণ এবং এর মেয়াদ কাল । 



রবি ব্যালেন্স চেক 


রবি সিমের  ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়েল করতে হবে *২২২# অথবা ২২২  কোডে। এই কোড গুলো ডায়েল করার সাথে সাথে রবি ব্যালেন্স চলে আসবে । 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.