ব্লগিং সম্পর্কে অনেকেই হয়তোবা জানেন আবার অনেকেই ইউটিউব আর ফেসবুকের সুবাদে কোন কোন ভাবে ব্লগিং শব্দটি শুনতে পেয়েছেন । কেহ আবার ব্লগিং করে আয়ও করছেন । বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার জন্য ব্লগিং কি একটি ভালো মাধ্যম হতে পারে ? এই ব্যাপারে অনেকের কনফিশন আছে ।তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো - ব্লগিং বর্তমানে অনলাই কেরিয়ার হিসাবে নেওয়া যায় কি না আর ব্লগিং করে কত টাকা আয় করা যায় । আজকের আলোচনা টুকু মনোযোগ দিয়ে সবটুকু পড়লে ব্লগিং নিয়ে আপনার কনফিউশন দূর হয়ে যাবে ।
ব্লগিং কি
আমরা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন জিনিস জানার জন্য সার্চ করে থাকি । সার্চ করার সাথে সাথে আমাদের কাছে তথ্যবান্ডার চলে আসে । এ সমস্থ তথ্যবান্ডার গুলোর মধ্যে উলেখযোগ্য তথ্যনির্ভর অনেক ব্লগ সাইট থাকে । এগুলা থেকে তথ্য নিয়ে আমরা আমাদের তথ্য খিদা মেটাতে পারি । সহজ ভাবে বলতে গেলে ব্লগিং হচ্ছে একটি তথ্যপ্রধানের প্রক্রিয়া । যা করা যায় একটি ওয়েভসাইট কিংবা ভিডিও তৈরি করে । যেমন ধরুন আপনি রান্নার কাজে পারদর্শী এখন আপনি চায়লে আপনার রান্নার পারদর্শিতা সবার সাথে শেয়ারে করতে পারেন । এখন প্রশ্ন শেয়ার করবেন কিভাবে । অনয়াসে উত্তর দেওয়া যায় শেয়ার করার জন্য আপনাকে ইউটিউব কিংবা ফেসবুক একাউন্ট বা একটা ওয়েভ সাইট তৈরি করতে হবে । ইউটিউব চ্যালেন ,ফেসবুক একাউন্ট বা নিদিষ্ট একটি ওয়েভসাইট তৈরি করে আপনার জানাকৃত তথ্য সবার কাছে শেয়ার করাই হলো ব্লগিং ।
বর্তমানে ব্লগিং অনলাইন কেরিয়ার হিসাবে নেওয়া যায় কি না ?
ইন্টারনেটের ব্যাপক উন্নতির কারণে অনলাইন আয় আমাদের জন্য অনেক সহজ হয়ে উঠেছে । তাই বর্তমানে অনেকেই অনলাইনকে কেরিয়ার হিসাবে গ্রহন করেছেন । আবার অনেকে হয়তোবা অনলাইনকে কেরিয়ার হিসাবে গ্রাহন করতে যাচ্ছেন । অনলাইনে ইনকাম করার অনেক গুলো উপায় থেকে ব্লগিং হলো একটি উপায় । কিন্তু বর্তমানে ব্লগিং কে কেরিয়ার হিসাবে নিতে অনেকে সংশয়ে পরেন । আদো ব্লগিং থেকে আয় করা যাবে কি না । হে ব্লগিং আপনি কেরিয়ার হিসাবে নিতে পারেন । কেননা বর্তমানে আগের চায়তে বেশি ব্লগিং এর কদর বেড়েছে । এখন ব্লগিং থেকে নানা ভাবে আয় করা যায় । আসুন নিচে থেকে জানি কি কি উপায়ে ব্লগিং থেকে আয় করা যায় -
মনিটাইজেশন এর মাধ্যমে - বর্তমান সময়ে ব্লগিং করার জন্য আপনার একটা ইউটিউব চ্যালেন ,ফেসবুক পেইজ আর একটি ওয়েভ সাইট থাকলে ভালো হয় । কেননা আপনি গুগোল বা ফেসবুকের নিদিষ্ট নিয়ম - নীতি মেনে এবং তাদের দেওয়া শর্ত পূরণ করে মনিটাইজেশন করে আয় করতে পারবেন ।
ফেসবেলু কাজে লাগিয়ে আয় - আপনি যখন নিয়মিত ব্লগিং করা শুরু করবেন তখন আপনাকে অনেকে চিনবে ,জানবে এবং বিশ্বাস করবে । তখন আপনি নিজের বা অন্যের পণ্য আপনার ব্লগিং চ্যালেন গুলোর মাধ্যমে বিক্রি করতে পারবেন ।
স্পন্সরশিপের মাধ্যমে আয় - আপনার যখন হিউজ পরিমাণ অডিয়েন্স থাকবে তখন আপনি স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারবেন । কেননা তখন আপনার কাছে বড় কোম্পানি গুলো আসবে তাদের পণ্যের মার্কেটিং করার জন্য ।
উপরোক্ত উপায় গুলো ছাড়াও আরো অনেক উপায়ে ব্লগিং চ্যালেন এর মাধ্যমে ইনকাম করতে পারেন । যেমন , এফিলিয়েট মার্কেটিং ,সাপস্ক্রিপশন , ব্লাক লিংক ইত্যাদি মাধ্যমে ব্লগিং থেকে আয় করা যায় । তবে ব্লগিং থেকে আয় করার জন্য আপনাকে যে জিনিস গুলো সর্বপরি খেয়াল রাখতে হবে সেগুলো নিচে থেকে জেনে নিন ।
১. ব্লগিং করার জন্য থাকতে হবে আপনার ধৈর্য্য এবং চেষ্টা ।
২. ভালো একটি বিষয় নিয়ে ব্লগিং শুরু করা । অর্থাৎ আপনাকে এমন একটি ব্লগিং বিষয় সিলেক্ট করতে হবে যেটার উপর থেকে আপনার আগ্রহ কখনো হারাবে না ।
৩. আপনার যদি টাকার জরুরি প্রয়োজন হয় তাহলে ব্লগিং আপনার জন্য না । কেননা ব্লগিং একটি লম্বা সময় প্রক্রিয়া ।
৪. ব্লগিং করার জন্য লাগবে আপনার দক্ষতা । আগে দক্ষতা অর্জন করুন তার পর ব্লগিং এ আসুন ।বিশেষ করে ভিডিও এডিটিং , কনটেন্ট তৈরির এবং লেখার দক্ষতা অর্জন করতে হবে । এসইউ সম্পর্কেও জানতে হবে ।
৫. প্রতিনিয়ত কনটেন্ট তৈরি করতে হবে ।
৬. কনটেন্ট তৈরি করার পর তা চ্যালেনে বা পেইজে আপলোড করতে হবে । আর ওয়েভসাইট থাকলে সেইম কনটেন্ট ওয়েভসাইটেও লিখে দিতে হবে ।
৭. গুগোল বা ফেসবুকের নিয়ম -নীতি গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
৮. কনটেন্ট এ পরিপূর্ন তথ্য প্রধান করতে হবে ।
৯. নিজের ফেইস এবং ভয়েস থাকলে কনটেন্ট মূল্যবান হয়ে দাড়াবে ।
১০ . প্রতিনিয়ত কনটেন্ট এর মান বৃদ্ধি করতে হবে ।
১১. ব্লগিং এর জন্য ভালো একটি নাম চয়েস করতে হবে ।
ব্লগিং থেকে কত টাকা আয় করা যায়
ব্লগিং থেকে কত টাকা আয় করা যায় তার নিদিষ্ট কোন হিসাব নাই া আপনার অডিয়েন্স লেভেল যদি ভালো হয় তাহলে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন । তাছাডাও অডিয়েন্স এর পরে যে জিনিসটা মূখ্য হয়ে আসে সেটা হলো আপনি কোন নিশ বা বিষয়ের উপর ব্লগিং করবেন । আপনার নিশ যদি টেক , ইনসুরেন্স বা টেকনোলজি সম্পর্কিত হয় তাহলে আপনার ইনকাম ভালো আসবে । তাছাড়াও আপানর ভাষা যদি হয় ইংরেজি তাহলে আপনার আয় আরো প্রচুর হবে । তবে এটা বলা যায় অনায়াসে ব্লগিং বর্তমানে অনলাইন থেকে টাকা আয় করার একটি গুরুত্বপূর্ন উৎস । আপনার ধৈর্য্য ও মননশীলতা থাকলে ব্লগিং শুরু করতে করুন থেকেই ।