চালডাল |
চালডাল কি / What is Chaldal ?
চালডাল (Chaldal) হলো একটি অনলাইন সেবা প্রধান কারী প্রতিষ্ঠান । চালডাল অনলাইনে গ্লোসারি পণ্যের সেবা দিয়ে থাকে । তারাই প্রথম বাংলাদেশে অনলাইনে গ্লোসারি সেবা দেওয়া শুরু করেছে । তাছাড়াও বর্তমানে তারা আরো ২ টি সেবা অর্ন্তরভূক্ত করেছেন । একটি হলো জরুরি ঔষধ সেবা আরেকটি হলো ফুড সেবা । ২০১৩ সালে তিন বন্ধু মিলে চালডালের যাত্রা শুরু করে । ঐ সময় ইন্টারনেটের এত প্রসার ছিল না বলে শুরুতে তাদের অনেক সমস্যা হলেও বর্তমানে চালডাল ই-সেবায় গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করছে । চালডাল প্রত্যেকের দরজায় বাজার নিয়ে এসেছে । আপনি ঘরে বসে এক ক্লিকে আপনার প্রয়োজনীয় সব বাজার করে ফেলতে পারবেন । ১৮০০০ হাজারের বেশি পন্য তাদের প্রতিষ্ঠানে রয়েছে । তাদের এই সেবায় মানুষের জীবন যাত্রা সহজ হয়ে গেছে ।
ই-সেবায় চালডালের ভূমিকা
চালডাল ই-সেবা খাতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে । হাজারো ব্যস্ততার মাঝে অনেকের বাজার করাটা কঠিন হয়ে পরলেও, আজ মানুষ ঘরে বসে তাদের প্রয়োজনীয় যেকোন পণ্য ক্রয় করতে পারছে সহজে । চালডাল এর স্লোগান হলো "সময় বাঁচাও এবং খরচ বাঁচাও"। শুরু থেকেই তারা চেষ্ঠা করে আসছে তাদের সেবায় যেন কোন রকম ত্রুটি না থাকে । গ্রাহকের সন্তুষ্টিই তাদের কাছে প্রধান । তাদের এই সেবার কারণে গ্রাহক তাদের প্রয়োজন মেঠাতে পারছে সহজেই ।তাই বলা যায় ই-সেবার এত ব্যাপক প্রসারে চালডাল একনিষ্ঠ ভূমিকা পালন করছে ।
কম দামে চালডাল থেকে পণ্য ক্রয়
চালডাল সবসময় গ্রহকের খরচ বাঁচানোর উপর দৃষ্টি দিয়ে আসছে । তাই তারা বিভিন্ন ভাবে গ্রাহকে অফার প্রধান করে থাকে । চালডাল থেকে কম মূল্যে পণ্য ক্রয় করতে হলে আপনাকে সব সময় নজর রাখতে হবে চালডালের অফিসিয়াল ওয়েভসাইটে বা তাদের অ্যাপ ডাউনলোড করতে হবে । চালডালের অফিসিয়াল ওয়েভ সাইটে প্রবেশ করার পর উপরে দিকে দেখবেন অফার নামের একটি অপশন আছে । আপনি অপশনে ক্লিক করার সাথে সাথে তাদের অফার গুলো দেখতে পাবেন । অনেক সময়তো বাজার দাম থেকেও আরো অর্ধেক দামে পাওয়া যায় পন্য চালডাল থেকে । তাছাড়াও আপনি যদি তাদের থেকে প্রতিনিয়ত বাজার করতে থাকেন তাহলে তাদের দেওয়া লেবেল পূরণের মাধ্যমে আপনি হতে পারবেন তাদের "এগ" ক্লাবের অন্তভূক্ত । পেতে পারেন তাদের থেকে সর্বউত্তম সেবা এবং বিভিন্ন পন্য কম খরচে কেনার সুযোগ । অসুন এখন জানি চালডালে "এগ" ক্লাবের অন্তভূক্ত হলে আপনি তাদের কাছ থেকে কি ধরণের সুবিধা পেতে পারেন সেই সম্পর্কে -
আপনি Chaldal থেকে প্রতি মাসে বাজার করার উপর ভিত্তি করে তাদের এগ ক্লাবের সদস্য হতে পারবেন । এগ ক্লাবের সদস্য হলে আপনি তাদের থেকে কম মূল্যে বাজার করা থেকে শুরু করে ,ফ্রিতে ডেলিভারি পাওয়ার সুবিধা এবং পয়েন্ট উপার্জন করতে পারবেন । প্রতিটা পয়েন্টর মূল্য ১ টাকার সমপরিমাণ । এই পয়েন্ট গুলো আপনি চালডাল থেকে পূনরায় বাজার করার কাজে ব্যবহৃত করতে বা ফ্রিতে ডেলিভারি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন । চালডালে মাসিক ব্যায়ের উপর ভিত্তি করে ৩ ধাপে এগ ক্লাবের সদস্য হতে পারবেন ।
ধাপ ১ - চালডালে এগ ক্লাবের প্রথম ধাপ হলো "ব্রোঞ্জ" সদস্য । আপনাকে তাদের এগ ক্লাবের ব্রোঞ্জ সদস্য হতে হলে যে কোন ৩০ দিনের মধ্যে ৫০০০ টাকার বেশি বাজার করতে হবে । অর্থাৎ যেকোন মাসে ৫০০০ টাকার বেশি ব্যয় করলেই আপনি তাদের এগ ক্লাবের ব্রোঞ্জ সদস্য হয়ে যাবেন । ব্রোঞ্জ সদস্য হলে তাদের থেকে যে যে সুবিধা পাবেন -
- প্রতি ২০০ টাকা ব্যয়ে পেয়ে যাবেন ১ পয়েন্ট
- থাকছে ৪ টি ফ্রি ডেলিভারি
- ১০০ টাকা খরচে পেয়ে যাবেন ১ পয়েন্ট
- প্রতি মাসে ৬ টি ফ্রি ডেলিভারি
ধাপ ৩ - "গোল্ড" সদস্য পদ হলো এগ ক্লবের ৩য় ধাপ । এটিই হলো এগ ক্লাবের সর্বশেষ ধাপ । এই ধাপটি আপনাকে অনলালক করতে হলে বা পাইতে হলে আপনাকে চালডাল থেকে মাসিক ব্যায় করতে হবে ১৫০০০ টাকার বেশি । চালডালে এগ ক্লাবের গোল্ড সদস্য হলে যে যে সুবিধা পাচ্ছেন -
- ৫০ টাকা খরচে পাবেন ১ পয়েন্ট
- প্রতি মাসে ১০ টি ফ্রি ডেলিভারির সুবিধা
- নানা বকমের অফারের সমাহার
চালডালে চাকরির সুযোগ
আমাদের দেশে চাকরির পাওয়া একটা সোনার হরিন পাওয়ার সমান । শিক্ষিত বেকারের সংখ্যা নেখাত কম নয় । একটা চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হয় । কিন্ত চালডাল লিমিটেডে আপনি চাকরি পেয়ে যাবেন অতি সহজে । লাগবেনা আপনার কোন রকম অভিজ্ঞতার । কয়েকদিন পর পরই চালডালে চাকরি করার সুযোগ আসে । তাদের ভিন্ন পদে নিয়োগ পেয়ে ঘুছাতে পারেন আপনার বেকাত্ব সমস্যার ।চালডালে কয়েকটি পদে আপনি সবসময় চাকরির করার সুযোগ পেয়ে যাবেন । তার মধ্যে রয়েছে বাইকার ,সাইকেলিষ্ট এবং নিজস্ব বাইকার পদে চাকরি পাওয়ার সুযোগ । এই পদ গুলোতে আপনি যে কোন সময় জয়েন করতে পারবেন । সবগুলো পদেই রয়েছে আকর্ষনীয় বেতন আর বোনাস । থাকছে সাপ্তাহে ২ দিনের ছুটি । আপনার পদ অনুযায়ী প্রতিমাসে আয় করতে পারবেন ১৫০০০ টাকা থেকে শুরু করে ৩০০০০ টাকা পর্যন্ত । চালডালই একমাত্র কোম্পানি যারা কাজের অভিজ্ঞার উপর জোড় দেয় না । তারা বিশ্বাস করে প্রত্যেকটা কর্মীই কাজে লাগার পর অভিজ্ঞ হয়ে উঠবে ।
চালডাল চাকরি করার জন্য আপনাকে যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে "চালডালে চাকরির সুয়োগ" এই কি ওয়ার্ডটি লিখে । সার্চ করার সাথে সাথে চালডালের নিয়োগ পেইজ আপনার সামনে চলে আসবে । বাস ক্লিক করে প্রবেশ করুন পেইজে এবং দেখে নিন তাদের জব কন্ডিশন এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম গুলো ।
চালডাল সম্পর্কিত প্রতিনিয়ত আপনাদের জিজ্ঞাসা
১. চালডালে সাথে যোগাযোগের মাধ্যম (Chaldal contact number ) ?
👉চালডালের সাথে যোগাযোগ করতে পারেন সবসময় এই নাম্বারে ১৬৭১০ এই নাম্বারে । এটি চালডালের হট লাইন নাম্বার । তাছাড়াও চালডাল ওয়েভসাইট বা অ্যাপ থেকে Live Chat করতে পারবেন তাদের সাথে ।
২. চালডাল থেকে অর্ডার করবো কিভাবে ?
👉চালডাল থেকে অডার করার জন্য আপনাকে চালডালের নিজস্ব ওয়েভসাইটে বা তাদের অ্যাপ ডাউনলোড করতে হবে । সেখানে আপনি আপনার নাম ,এডরেস দিয়ে একটি প্রোফাইল তৈরি করে অপনার অর্ডার কনফার্ম করতে পারবেন ।
৩. চালডালে ডেলিভারি করতে কত সময় লাগে ?
👉তারা ১ ঘন্টার মধ্যে পণ্য হাতে পৌছে দেওয়ার প্রতিসূতি দিয়ে আসছে । অর্থাৎ ৬০ মিনিটের ভিতরে পৌছে যাবে আপনার অর্ডারকৃত পণ্য ।
৪. চালডালে কিভাবে ফ্রি ডেলিভারি পাওয়া যায় ?
👉চালডাল কোম্পানি কৃত শর্ত পূরণ করে আপনি তাদের এগ ক্লাবের সদস্য হয়ে ফ্রিতে ডেলিভারি সুবিধা পেতে পারেন ।
৫. চালডালের মালিক কে ?
👉চালডাল প্রতিষ্ঠা করেন তিনজন বন্ধু মিলে । তারা হলেন ওয়াসিম আলি , জিয়া আশরাফ , তেজাজ বিশ্বনাথ । তারা প্রত্যেকে চালডালের প্রতিষ্ঠাতা । তবে তারা বর্তমানে একেক জন চালডালের একেক পদে দায়িত্ব পালন করে আসছেন ।