আরফান নিশু |
আফরান নিশো যার জন্ম নাম হলো আহম্মেদ ফজলে রাব্বি । সবাই চিনেন তাকে আফরান নিশো বলে । তার জন্ম তারিখ ৮ ডিসেম্বর ১৯৮০ সালে । তিনি একজন বাংলাদেশি মডেল ও জনপ্রিয় অভিনেতা । তিনি তার সুনিপন অভিনয় দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের মনে । বর্তমানে ছেলে -মেয়েদের আইডল হলেন তিনি । ২০০৩ সাল থেকে তিনি অভিনয় জগতে পা রাখেন । ২০০৩ সাল থেকে এই পর্যন্ত তিনি ৩০০ টির বেশি টেলিফিল্ম ও সিরিয়ালে অভিনয় করেছেন । তিনি যোগ-বিয়োগ নাটক এর মাধ্যেমে ২০১৬ সালে সেরা অভিনেতা (টিভি) "মেরিল -প্রথম আলো " পুরষ্কার লাভ করেন। পরবর্তীতে তিনি আবারও ২০১৮ সালে "বুকের বা পাশে "নাটকের মাধ্যেমে একই পুরষ্কার লাভ করেন ।
শিক্ষাজীবন:-
তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন । পরবর্তীতে তিনি ঢাকা কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় সফলতা লাভ করেন ।পরে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার বিশ্ববিদ্যালয়ের জীবনি শেষ করেন ।
পারিবারিক জীবন:-
শুধু অভিনয় জগ ৎতে নয় বাস্তাব জীবনেও তিনি একজন প্রেমিক । তিনি ১৪ বছর রিলেশন এর পর পারিবারিক সম্মতিতে তারিশার সাথে বিবাহ সম্পন্ন করেন(মে এর ২০১১ ) । তার একটি ছেলে সন্তান রয়েছেন । তিনি তার মা কে অনেক ভালবাসেন।
প্রথম অভিনয় জীবন:-
আরফান নিশো গাজী রাখাতের পরিচালনায় ঘরছাড়া নাটক এর মধ্য দিয়ে ২০০৬ সালে এই ভুবনে আসেন । এর আগে তিনি অভিতাভ রেজার বিজ্ঞাপন এর মডেল হিসাবে প্রথম কাজ করেন (২০০৩)। পরে তিনি পরপর আরো কয়েকটি বিজ্ঞাপন কাজে অংশ গ্রহন করেন ।তার প্রিয় অভিনেতা হুমায়ন ফরিদি স্যার ।
তার কয়েকটি উল্লেখযাগ্য কয়েটি নাটক:-
১.বুকের বা পাশে
২.ঘুড়ে দাড়ানোর গল্প
৩. x-বয় ফ্রেন্ড
৪.ভাই প্রচুর দাওয়াত খাই
৫.টম এন্ড জেরি
ইত্যাদি
জন্ম নাম:- আহম্মেদ ফজলে রাব্বি নিশো (তিনি আফরান নিশো নামেই পরিচিত)
জন্ম:- ৮ ই ডিসেম্বর ১৯৮০
বাসস্থান:- ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
পেশা:- মডেল, অভিনেতা
কার্যকাল:- ২০০৩
যেখানের শিক্ষার্থী:- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
সন্তান:- ১ জন
পুরস্কার:- মেরিল প্রথম আলো পুরস্কার
জাতীয়তা:- বাংলাদেশী
শিক্ষা জীবন:- তিনি ধানমন্ডি সরকারী বালক বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে তিনি এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন।
প্রথম নাটক:- ঘরছাড়া নাটকে গাজী রাকায়াতের পরিচালনায় ২০০৬ সালে অভিনয় করেন।