জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব 



 জিয়াউল ফারুক অপূর্ব । যার ডাক নাম অপূর্ব । অপূর্ব নামাই সবাই  থাকে চিনেন । তিনি একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল । তিনি জন্মগ্রহন করেন ২৭ জুন ১৯৮৩ সালে । টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্যদিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন । তিনি ২০১৪ সালে বড় পর্দায় পা রাখেন । তার অভিনীত বড় পর্দায় কাজ হলো "গ্যাংস্টার রিটার্নস"। ছবি টি মুক্তি পায় ২০১৫ সালের ১৭ নভেম্বর এ ।তিনি শুধু ্‌একজন অভিনয় শিল্পি নয় পাশাপাশি তিনি সঙ্গীতের ও চর্চা করেন  । তিনি চতুষ্কোন ধারাবাহিক নাটকের শিরোনাম গানে প্রথম কন্ঠ দেন । তার উচ্চতা ৫ ফুট ১১.৫ ইঞ্চি (১.৮২) মিটার । ২০১৭ সালে তিনি "মিজানুর রহমান আরিয়ান " পরিচালিত বড ছেলে নাটক টি করে প্রচুর খ্যাতি অর্জন করেন ।  এই নাটকের জন্য  "মেরিল-প্রথম আলো " পুরষ্কার লাভ করেন । 



জীবনের শুরু



তার বাসস্থান ঢাকায় । তার মায়ের নাম ফিরোজা আহাম্মেদ । তিনি ছিলেন  একজন রাজশাহী বেতারের শিল্পি এবং তার নানা ছিলেন রাজশাহী বেতারের একজন উপস্থাপক । বাল্যকাল থেকেই তার অভিনয় এর প্রতি ভালবাসা ছিল । তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন । তিনি ছাএ হিসাবেও অনেক ভালছাএ ছিলেন । 



কর্মজীবন



 অপূর্ব অমিতাভ রেজার পরিচালিত নেসক্যাফের বিজ্ঞাপনের মাধ্যমে কর্মজীবনে পা রাখেন । তার অভিনীত ল্যাব এইডের বিজ্ঞাপন টি অনেক জনপ্রিয়তা লাভ করে । গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক তার টিভি পর্দায় অভিষেক হয় । তার নিজের একটি প্রযোজনা সংস্থা আছে ।  ইহার নাম "এএসআই ক্রিয়েশন লিমিটেড" ২০১২ সালে  ব্যাকডেটেড  নামে টেলি চলচ্চিতে প্রথম প্রযোজক হিসাবে কাজ করে এই প্রতিষ্ঠান টি । তিনি বিভিন্ন নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন । তিনি একজন রোমান্টিক নায়ক । পাশাপাশি তিনি হাস্যরসাত্বক নাটক ও করেন । তিনি প্রত্যেক নাটকের জন্য ৩০থেকে ৫০ হাজার ঢাকা নিয়ে থাকেন । তিনি ২০১৮সালে মিজানুর রহমান আরিয়ান এর প্রথম পরিচালিত ধারাবাহিক নাটকেও অভিনয় করেন ।  



ব্যাক্তিগত জীবন



 ২০১০ সালে ১৮ আগষ্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেএী সাদিয়া জাহান প্রভাকে ।কোন এক অসংগতির কারনে ২০১১ সালের ২১ ফেবরুয়ারি  তাদের বিবাহ বিচ্ছেদ হয় । পরবর্তীতে তিনি ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন ।  তাদের একটি ছেলে সন্তান হয় । তার সন্তান এর নাম জায়ান ফারুক আয়শ । পিতা ও ছেলের জন্মদিন   একই দিনেই ।  

 


জিয়াউল হক অপূর্বের পুরষ্কার সমূহ 



  ২০০৯ সালে ইট কাঠের খাঁচা ,২০১০ সালে এক্ম ফেক্টর , ২০১৬ সালে  ভালোবাসার পংওি মালা নাটক দিয়ে মনোনিত শ্রেষ্ঠ টিভি অভিনেতা হিসাবে "মেরিল- প্রথম আলো" পুরষ্কার লাভ করেন ।পরবর্তীতে তিনি আবাও বড় ছেলে নাটকের মধ্য দিয়ে ২০১৭সালে  বিজয়ী "মেরিল- প্রথম আলো "পুরষ্কার লাভ করেন । 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.