বরিশালের ভাসমান পেয়ারা বাজার

বরিশালের ভাসমান পেয়ারা বাজার


বরিশালের ভাসমান পেয়ারা বাজার



বরিশাল এর দক্ষিণ অঞ্চল জেলা ঝালকাঠী ও স্বরূপকাঠীর বিভিন্ন স্থানে ভাসপান পেয়ারার বাগান বসে । ভিমরুল ,আটঘর ,এবং  কুড়িয়ানা বাজার হলো সবচাইতে জনপ্রিয় । অনেকেই এই বাজার এর সাথে থাইল্যান্ডের এর ফ্লোটিং মার্কেট এর সাথে তুলনা করেন । ঝালকাঠী শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে সবচাইতে বড় ভাসমান পেয়ারা বাগান । ভিমরুলিয়ার এই ভাসমান পেয়ারা বাজার বসে তিন দিক থেকে আসা খালের মোহনায় । জুলাই ও আগষ্ট মাসে পেয়ারার মৌসুমে এখানে বাজার জমে । তাছাড়াও অনেক সময় মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার বাজার চলে । তবে আগষ্ট মাস হলো পেয়ারা বাজার দেখার উপযুক্ত সময় । পেয়ারা বাজার খুব ভোর থেকে শুরু হয় ।সকাল ১১ টার পর থেকে আস্তে আস্তে বাজারের ভাঙ্গতে শুরু করে । তাই সকাল  ১১ টার আগেই ভাসমান পেয়ারা দেখতে যাওয়া উত্তম । এখানে প্রতিদিন কয়েক হাজার মণ পেয়ারা ক্রয়-বিক্রয় হয়ে থাকে । অনেক দূর থেকে পাইকাররা এসে এখান থেকে পেয়ারা ক্রয় করে নিয়ে যায় । ঝালকাটির বিভিন্ন গ্রাম মিলিয়ে এখান থেকে প্রায় ৮০ ভাগ পেয়ারা চাহিদা পূবণ হয় ।  আটঘর ,কুড়িয়ানা ,বেতরা,ডালুহার ও সদর ইত্যাদি এলাকায় প্রয় ২৪০০ হাজার একর  জমিতে পেয়ারার চাষ হয়ে থাকে । আর এই সব জমির পেয়েরা সমূ্‌হ বিক্রির জন্যই বরিশাল ভাসমান পেয়ারা বাগান জমে উঠে । এই এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারা বাগান । চাষীরা এই বাগান থেকে পেয়েরা সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রি করে থাকেন । এই বাজারে  পেয়ারার পাশাপাশি পাওয়া যায় ইক্ষু ও আমড়া । এই এলাকার আমড়ারও নাম ডাক ও সর্বত্র । এখানে উৎপাদিত আমড়া সারাবাংলাদেশে পৌছে যায় । ভাসমান পেয়ারা বাগানের মূল আকর্ষণ হলো একটি ডিঙ্গি নৌকা নিয়ে বাগান গুলোতে ঘোরাঘুরি করা । বাগান থেকে আপনি ইচ্ছে মতো পেয়েরা খাইতে পারবেন । হঠাৎ যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো কোন কথায় নাই । তখন আবার  এখানকার প্রকৃতি আপনার কাছে অন্য অপরূর সুন্দর একটি দৃশ্যপট  ধরা দিবে ।  তখন মনে হয় এখানকার সবুজের ঘনত্ব যেন আরো বেড়ে গেছে । এক কথায় এখনকার সৌন্দর্য্য যে কোন পর্যটককে বিমোহিত করবে । 




ভাসমান পেয়ারা বাজারে যাওয়ার উপায় 




বরিশাল পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে । তবে বরিশাল যাওয়ার ক্ষেত্রে পানি পথে যাওয়াই সবচাইতে উত্তম । ঢাকার সদর ঘাট টার্মিনাল থেকে বরিশাল এর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়  । বরিশাল লঞ্চ ঘাট থেকে আপনাকে রিকশা বা অটো করে চৌরাস্তাই আসতে হবে । চৌরাস্তা থেকে বাসে করে আপনি স্বরূপকাঠী  লঞ্চ ঘাট আসতে পাবেন । স্বরূপকাঠী লঞ্চ ঘাট  থেকে আপনি নৌকা নিয়ে ভীমরুলি ভাসমান বাজারে আসতে পারবেন ।  




ভাসমান বাজার ভ্রমনের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু টিপস 



* ভাসমান বাজার ভ্রমণ করার জন্য গ্রুপ করে যাওয়াই ভালো । কেননা আপনি একা গিয়ে সেখানে কোন মজা পাবেন না । 


* পানিতে বা বাগানের ভিতরে ময়লা ফেলে এগুলো নষ্ট করবেন না ।


* নৌকায় ভ্রমণ করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে । যারা সাঁতার জানেন না তাদের ক্ষেত্রে নৌকা দিয়ে ঘুরাঘুরি না করাই উত্তম । 


* এখানের মিষ্টান্ন অনেক স্বাদের । তাই এখানে আসলে কখনো মিষ্টি খাইতে ভুলবেন না । 


* যেকোন সময় বৃষ্টি আসতে পারে । আপানার প্রয়োজন জিনিসগুলো যাতে না ভিজে সে ক্ষেত্র সর্বদা খেয়াল রাখুন । 


* বাগান থেকে কিছু খাইতে চাইলে অবশ্যই  বাগান মালিকের অনুমতি নিয়ে খাবেন । 


* জুলাই ,আগষ্ট ,সেপ্টেম্বর মাস পেয়ারার মৌসুম । তাই ভাসমান পেয়ারা বাগান ভ্রমনের উদ্দেশ্যে আসলে এই মাসগুলোতেই আসতে হবে ।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.