ঠোঁটের যত্ন কিভাবে নিবেন - জেনে নিন এর কার্যকারী উপায় গুলো সম্পর্কে ?

 

ঠোঁটের যত্ন



ঠোঁট হলো মুখের কোমলীয় অংশ । ঠোঁটে কোন রকম তেল থাকে না । যার ফলসূতিতে ঠোঁট  হয়ে  উঠে শুষ্ক । বেশি শুষ্কতা থেকে সৃষ্টি হয় ফাটল । আর ফাটল থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের  ইনফেকশন  এবং পরিনামে ঠোঁট হয়ে যায় কালো ।  এই ধরনের সমস্যা থেকে আমরা একটু সচেতন হলেই মুক্ত হতে পারি ।প্রতিনিয়ত কিছু উপায় আয়ত্ব করার মাধ্যমে আমরা পেতে পারি সুস্থ ও সুন্দর কোমল ঠোঁট ।


উপায়-১


মধু মানব জীবনে অনেক উপকারি । মধুতে আছে হাজারও গুনের সমাহার। প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মধুর প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম।মধুরমধ্যে রয়েছে ভিটামিন বি১,বি২,বি৩,বি৫এবং বি৬ আয়োডিন ,জিংক,কপার সাহ আরো অনেক ধনের উপাদান । যা আমাদের দেহের অভ্যন্তরীন দিকের জন্য শুধু নয় ,বাহ্যিক দিকের ক্ষেএেও সমান গুরুত্বপূর্ণ । ১ চা-চামচ মধুর সাথে ১ চা-চামচ গোলাপজল মিশিয়ে  ঠোঁটে লিপজেল  বা লিপবাম মত ব্যবহার করুন । ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । এটি নিয়মিত ব্যবহারের ভালো ফলাফল পাবেন ইনশা আল্লাহ্ ।


উপায়-২


 শসা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় ।  এটি এক ধরনের ফল । শসাতে প্রচুর পরিমান পানি ,শক্তি,ভিটামিন ও সাইট্রিক এসিড বিদ্যমান ।  যে কোন কালো দাগ দূর করার জন্য শসার গুরুত্ব অপরিসীম । ২ চা চামচ শসার রসের সাথে ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে স্কাবিং করতে পারেন । এতে করে ঠোঁটের কাল দাগ থেকে মুক্তি মিলবে । তাছাড়াও পাকা কলা , লেবু , টক দই ব্যবহার করা যেতে পারে ।


উপায়-৩


১ চা-চামচ অলিভয়েল ,১ চা-চামচ চিনি ,আধা চামচ বেশন একএে মিশিয়ে জেল তৈরি করে ঠোঁটে লাগান । ৬ বা ৭ মিনিট পর ধুয়ে ফেলুন । এতে করে আপনার ঠোঁটের কোমলীয়তা বজায় থাকবে ।  এটি একদিন পরপর ব্যবহার করা ভালো ।



পরামর্শ



১. প্রচুর পরিমান পানি পান করা । পানি আপনার ত্বকের অভ্যন্তরীন ক্ষতিকর জীবানু  গুলো নষ্ট করে ফেলে । যার ফলে ঠোঁট সুস্থ ও সুন্দর থাকবে ।


২. ঠান্ডা থেকে দূরে থাকেন । বিশেষ কারণ ছাড়া ঠান্ডায় ঘরের বাহির  হবেন না ।


৩. জিব্বা দিয়ে বারবার ঠোঁট ভেজাবেন না ।


৪.  সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ঠোঁটকে  রক্ষা করুন ।


৫. সবসময় লিপবাম বা লিপজেল সাথেই রাখুন ।


৬. বাহিরে যাওয়ার সময় মোটা কাপড়ের মার্কাস ব্যবহারের  অভ্যাস করুন ।


৭. রাতে ঘুমানোর আগে লিপবাম বা লিপজেল লাগানোর অভ্যাস গড়ে তুলোন ।


৮. সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস করুন ।


ঠোঁট মুখের একটি অপরিহার্য সেনসেটিব  অংশ । তাই  একটু  সচেতন হলেই সুস্থ ,সুন্দর ,কোমল থাকবে আমদের ঠোঁট ।  আর প্রান খুলে হাসতে কোন বাধা থাকবে না ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.