আইফোন ১৬ তে যে যে চমক গুলা থাকছে -আসুন জেনে নিই

 আইফোন ১৬ তে যে যে চমক গুলা থাকছে 


iPhone 16



যারা আইফোন পছন্দ করেন তারা আইফোনের নতুন সিরিজ গুলোতে কি কি থাকছে তা জানার জন্য পাগল হয়ে পরেন । কেননা আইফোন ব্যাপারটাই এই রকম । একটা সিরিজ বাহির হওয়ার সাথে সাথে পরবর্তী সিরিজ কি কি চমকে থাকছে তা জানার জন্য । আজকে আলোচনা হবে আইফোন ১৬ তে কি কি চমক থাকছে তা নিয়ে । অতিশ্রীঘই  বাজারে আসতে যাচ্ছে আইফোন ১৬ (iphone 16 ) । তবে এখই সোসিয়াল মিডিয়া গুলোতে দেখা যাচ্ছে Iphone এর কিছু লিকস । 



এইবার আলোচনা করা যাক নতুন সিরিজ গুলোতে কি কি থাকছে ? 



ডিজাইনে যে পরিবর্তন গুলো থাকছে 



প্রথমত  iphone 16 এবং 16 plus এ বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে । Reddit ,X  এবং Teach Forum গুলো থেকে যতটুকু জানা গেছে তা হলো iphone 16 এবং 16 plus এর  Back design  পরিবর্তন হতে পারে । তাছাড়া ক্যামেরার শেপ পরিবর্তন হয়ে   Pill Shape Camera Design থাকছে  । কিন্তু  Pro Model গুলো আগের মতই থাকছে । 



ডিসপ্লেতে পরিবর্তন 



6.3" ডিসপ্লে থাকতে পারে  iPhone 16 সিরিজ এবং Pro Model গুলোতে । যদিও আগের Base Model এবং Pro model গুলোর ডিসপ্লে এর সাইজ ছিল 6.1" । এখানে একটা পরিবর্তন হতে পারে । তাছাড়াও Plus এবং Pro Max এর ডিসপ্লে পরিবর্তিত হয়ে থাকছে 6.9" । যা আগে ছিল 6.7" । 


প্যালেন কি ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে জানা না গেলেও এটা জানা গেছে সবগুলো ডিভাইসে থাকছে 120Hz এর Refresh Rate । যেহেতু বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই ফোনগুলোর সাইজও আগের তুলনায় বড় হতে পারে । 



 ক্যামেরা পরিবর্তন



জানা গেছে ক্যামেরা টেকনোলজিতে থাকছে বেশ কিছু পরিবর্তন । 5x zoom Tetraprism ক্যামেরা ব্যবহার করা হয়েছে iPhone 16 এবং pro Max গুলোতে । যা আগে শুধু মাত্র iphone Pro Max এই ব্যবহার করা হয়েছিল । তাছাড়াও থাকছে 48 MP Ultra -wide Camera যা আগের ডিভাইস গুলো থেকে অনেকটাই এগিয়ে । আরো জানা গেছে  Sony এর সেন্সর ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলোতে । 



প্রসেসর পরিবর্তন



আইফোন ১৬ তে থাকতে পারে Apple এর পূর্বের জেনারশনের A17 প্রসেসরটি । আর A18 pro প্রসেসর ব্যবহার হতে পারে  pro model এর ডিভাইস গুলোতে । তবে এটি আগের জেনারেশন থেকে কতটা পাওয়ারফুল না দ্রুত গতি সম্পন্ন সেই সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায় না । 



ব্যাটারি পরিবর্তন 



জানা গেছে আইফোন ১৬ সিরিজের ডিভাইস গুলোর ব্যাটারি পূর্বের ডিভাইস গুলো থেকে ছোট আকারের হবে । যা আগের চায়তে থেকে ৯% ছোট ।



  • iPhone 16: 3561mAh
  • iPhone 16 plus: 4006mAh
  • iPhone 16 pro: 3355mAh
  • iPhone 16 pro max: 4676mAh



আইফোন ১৬ সিরিজের ফোন গুলোর দাম কি রকম হবে তা এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও ,তবে কিছু লিকস এর মাধ্যমে জানা গেছে  , Standard model গুলোর দাম $719 হতে পারে । আর Pro model গুলোর দাম হতে পারে $1199 ।  তবে এই দাম Storage Capacity অনুযায়ী কম বেশি হতে পারে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.