আইফোন ১৬ তে যে যে চমক গুলা থাকছে
iPhone 16 |
যারা আইফোন পছন্দ করেন তারা আইফোনের নতুন সিরিজ গুলোতে কি কি থাকছে তা জানার জন্য পাগল হয়ে পরেন । কেননা আইফোন ব্যাপারটাই এই রকম । একটা সিরিজ বাহির হওয়ার সাথে সাথে পরবর্তী সিরিজ কি কি চমকে থাকছে তা জানার জন্য । আজকে আলোচনা হবে আইফোন ১৬ তে কি কি চমক থাকছে তা নিয়ে । অতিশ্রীঘই বাজারে আসতে যাচ্ছে আইফোন ১৬ (iphone 16 ) । তবে এখই সোসিয়াল মিডিয়া গুলোতে দেখা যাচ্ছে Iphone এর কিছু লিকস ।
এইবার আলোচনা করা যাক নতুন সিরিজ গুলোতে কি কি থাকছে ?
ডিজাইনে যে পরিবর্তন গুলো থাকছে
প্রথমত iphone 16 এবং 16 plus এ বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে । Reddit ,X এবং Teach Forum গুলো থেকে যতটুকু জানা গেছে তা হলো iphone 16 এবং 16 plus এর Back design পরিবর্তন হতে পারে । তাছাড়া ক্যামেরার শেপ পরিবর্তন হয়ে Pill Shape Camera Design থাকছে । কিন্তু Pro Model গুলো আগের মতই থাকছে ।
ডিসপ্লেতে পরিবর্তন
6.3" ডিসপ্লে থাকতে পারে iPhone 16 সিরিজ এবং Pro Model গুলোতে । যদিও আগের Base Model এবং Pro model গুলোর ডিসপ্লে এর সাইজ ছিল 6.1" । এখানে একটা পরিবর্তন হতে পারে । তাছাড়াও Plus এবং Pro Max এর ডিসপ্লে পরিবর্তিত হয়ে থাকছে 6.9" । যা আগে ছিল 6.7" ।
প্যালেন কি ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে জানা না গেলেও এটা জানা গেছে সবগুলো ডিভাইসে থাকছে 120Hz এর Refresh Rate । যেহেতু বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই ফোনগুলোর সাইজও আগের তুলনায় বড় হতে পারে ।
ক্যামেরা পরিবর্তন
জানা গেছে ক্যামেরা টেকনোলজিতে থাকছে বেশ কিছু পরিবর্তন । 5x zoom Tetraprism ক্যামেরা ব্যবহার করা হয়েছে iPhone 16 এবং pro Max গুলোতে । যা আগে শুধু মাত্র iphone Pro Max এই ব্যবহার করা হয়েছিল । তাছাড়াও থাকছে 48 MP Ultra -wide Camera যা আগের ডিভাইস গুলো থেকে অনেকটাই এগিয়ে । আরো জানা গেছে Sony এর সেন্সর ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলোতে ।
প্রসেসর পরিবর্তন
আইফোন ১৬ তে থাকতে পারে Apple এর পূর্বের জেনারশনের A17 প্রসেসরটি । আর A18 pro প্রসেসর ব্যবহার হতে পারে pro model এর ডিভাইস গুলোতে । তবে এটি আগের জেনারেশন থেকে কতটা পাওয়ারফুল না দ্রুত গতি সম্পন্ন সেই সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায় না ।
ব্যাটারি পরিবর্তন
জানা গেছে আইফোন ১৬ সিরিজের ডিভাইস গুলোর ব্যাটারি পূর্বের ডিভাইস গুলো থেকে ছোট আকারের হবে । যা আগের চায়তে থেকে ৯% ছোট ।
- iPhone 16: 3561mAh
- iPhone 16 plus: 4006mAh
- iPhone 16 pro: 3355mAh
- iPhone 16 pro max: 4676mAh
আইফোন ১৬ সিরিজের ফোন গুলোর দাম কি রকম হবে তা এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও ,তবে কিছু লিকস এর মাধ্যমে জানা গেছে , Standard model গুলোর দাম $719 হতে পারে । আর Pro model গুলোর দাম হতে পারে $1199 । তবে এই দাম Storage Capacity অনুযায়ী কম বেশি হতে পারে ।