জিয়াউল হক পলাশ

 জিয়াউল হক পলাশ 


জিয়াউল হক পলাশ



বতর্মান সময়ে তরুণদের প্রিয় মুখ পলাশ ওরফে কাবিলা । পলাশের জন্ম ঢাকায় । তিনি ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহন করেন । আর তার সুন্দর শৈশবের দিন গুলো কাটে নোয়াখালীতে ।  তিনি জম্ন গ্রহন করেন ১৯৯৩ সালের ৩ ফেব্র্রুয়ারি । তিনি একজন তরুন নির্মাতা ও অভিনেতা । তিনি ব্যাচেলার পয়েন্ট নাটক এর মধ্য দিয়ে লোক মুখে কাবিলা নামেই পরিচিতি লাভ করেন । মোস্তফা সারোয়ার ফারুকি হাত ধরে পলাশের অভিনয় জগতে আসা । পলাশের পুরুদমে একজন পরিচালক হওয়ার ইচ্ছে থাকলেও বর্তমান সময়ে তিনি অভিনয় নিয়ে ব্যাস্ত সময় কাটাছেন । ছোটবেলা থেকেই তিনি একজন অভিনেতা হিসাবে গড়ে ওঠার তীব্র স্বপ্ন দেখতেন । তার এলাকায় যখন অভিনয় হতো তখন তিনি ধারিয়ে ধারিয়ে অভিনয় দেখতেন । অভিনয় দেখতে দেখতে তার মনে পুরো দমে একজন অভিনেতা হওয়ার ভাসনা জাগে । তার তীব্র ইচ্ছা ও অক্লান্ত পরিশ্রম কারনেই তিনি হয়ে উঠেছেন আজকের তরুণদের ভালবাসার মুখ পলাশ ওরফে কাবিলা । এর সাথে সাথে একজন সফল পরিচালক হওয়াও তার জীবনর মূল টার্গেট । তিনি ভবিষ্যতে চলচ্চিত বানানোর স্বপ্ন দেখেন । পরিচালক অমির মাধ্যমেই তিনি অভিনয় জগতে প্রথন পা রাখেন ।



পড়ালেখা 



 পড়ালেখায় এত টা মনোযোগী ছিল না পলাশ । তিনি ছোট বেলা থেকেই অভিনয় সত্বা আর তার পরিচালনা করার অভিপ্রায় নিয়েই পড়ে থাকতেন ।২০০৯ সালে তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি  স্কুল থেকে তিনি এস এস সি পরিক্ষা দেন । কিন্তু দূরভাগ্য ক্রমে ২০০৯ সালে তিনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন নি । পরবর্তী তিনি আবার ২০১০ সালে পুনরায় পরীক্ষা দেন এবং সফলতার সাথে উত্তীর্ণ হন ।  তিনি এইচ এস সি ভর্তি  হন । ফের আবার এক বছর ড্রপ হয় । ২০১৩ সালে তিনি এইচ এস সি পরীক্ষায় পাস করেন । তিনি অনার্স এ ভর্তি হন তিতুমীর কলেজে । সেখান তিনি ২০১৯ সালে ফাষ্ট ক্লাস পেয়ে সফলতার সহিত  অনার্স জীবন সমাপ্ত করেন ।



প্রথম প্রেম 



 পলাশ এইচ এস সি তে পড়ার সময়  প্রথম প্রেমে পড়েন এক বান্ধবীর । পরষ্পরের কথা দেওয়া -নেওয়া হয় । পলাশ ইঞ্জিনিয়ারিং পড়ে তবেই প্রিয় বান্ধবীর পরিবারের সদস্যদের মুখামুখী  দাড়াবেন । আর তার বান্ধবি পড়বেন ম্যাডিকেল এ । অন্য সবার মতো তারাও ডাক্তার -ইঞ্জিনিয়ার এর স্বপ্নে বিভোর । কিন্তু এই স্বপ্ন বেশিদিন টিকে নাই । কিবাবে টিকবে তার যে পরিচালক হওয়ার ইচ্ছে টাই  চেপে বসে প্রবল বাবে । পরবর্তীতে তার প্রিয় বান্ধবী টি যার সাথে তার দেওয়া-নেওয়া হতো (কথা ) সে  থাকে ছেড়ে চলে যায় ।



অভিনীত নাটক



 তার প্রথম পরিচালনায়  টেলিফিল্ম "ফ্রেন্ডস উইথ বেনেফিটস" । এই নাটকটির মাধ্যমে তিনি প্রচুর সুনাম আর্জন করেন ।  তিনি একে একে অনেক নাটকেও  অভিনয় করেন  ।ব্যাচেলার পয়েন্ট নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন । তাছাড়া তার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হলো "ফেমিলি ক্রাইসিস" । এটিও একটি বহুল আলোচিত ধারাবাহিক নাটক । তার প্রিয় অভিনেতা হলেন আরফান নিশো । আরফান নিশো এর সাথে তিনি অনেক নাটকে অংশগ্রহন করেন । তার মধ্যে উল্লেখযোগ্য হলো , মি এন্ড ইউ ,লোল , অনলী মি , দা টেইলর ,টেটু, ইত্যাদি ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.