Present tense কাকে বলে এবং এর প্রকারভেদ
Present tense কাকে বলে |
Present tense কাকে বলে
কোন কাজ বর্তমান কালে হইতেছে বা চলিতেছে এরূপ বুঝাইলে থাকে Present Tense বা বর্তমান কাল বলে । যেমন:-
I eat rice(আমি ভাত খাই)
I go to school(আমি স্কুলে যায়)
প্রকারভেদ:- Present Tense কে আবার ৪ টি ভাগে ভাগ করা হইয়েছে । যথা:-
Present Indefinite Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense
Present Indefinite Tense
বর্তমান কালের কোন কাজ ,চিরন্তন সত্য,অভ্যাস,নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝাইলে তাহাকে Present Indefinite Tense বলে । যেমন:-
I play football(আমি ফুটবল খেলি)
The sun rises in the east(সূর্য পূর্ব দিকে উঠে )
Present Continuous Tense
যে verb এর কাজ বর্তমান কালে চলিতেছে এরূপ বুঝায় তাহাকে Present Continuous Tense বলে । যেমন:-
I am eating rice(আমি ভাত খাইতেছি)
I am Playing football(আমি ফুটবল খেলিতেছি)
Present Perfect Tense
যে verb এর কাজ এই মাএ শেষ হইয়াছে এই বোঝায় তাহাকে Present Perfect Tense বলে । যেমন:-
I have eaten rice(আমি ভাত খাইয়াছি )
I have played football(আমি ফুটবল খেলেছি)
Present Perfect Continuous Tense
যে verb এর কাজ বর্তমান কালে চলিতেছে এই রূপ বুঝায় তাহাকে Present Perfect Continuous Tense বলে ।যেমন:-
I have been eating rice for an hour(আমি এক ঘন্টা যাবৎ ভাত খাইতেছি)
I have been playing football for an hour(আমি এক ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি)