Tense কাকে বলে - tense কত প্রকার ও কি কি আসুন বিস্তারিত জানি ?

 

tense কাকে বলে 


Tense কাকে বলে ?


 কোন কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা কাল বলে । Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় । যা বর্তমান ,অতীত বা ভবিষ্যৎ হতে পারে । যেমন :-



I eat rice (আমি ভাত খাই)

I ate rice (আমি ভাত খেয়েছিলাম)

I will eat rice(আমি ভাত খাব)


Tense সাধারনত ৩ প্রকার । যথা:-


1. Present Tense (বর্তমান কাল)

2. Past Tense(অতীত কাল)

3. Future Tense(ভবিয্যৎ কাল)


Present Tense


 বর্তমান কালে কোন কাজ  সম্পন্ন বা সংগঠিত হলে  তখন তাকে Present Tense বা বর্তমান কাল বলে । যেমন:- 


I play football(আমি ফুটবল খেলি)-এখানে আমি ফুটবল খেলি দ্বারা বর্তমান কালে সম্পন্ন হচ্ছে এমন কাজ কে বুজানো হচ্ছে 


আরো উদাহরণ :-


1. I eat rice - ( আমি ভাত খাই ) 

2. Rahim Go to market - ( রহিম বাজারে যায় ) 

3. Arit read a book - ( অরিত বই পড়ে )


Past Tense


 অতীত কালে কোন কাজ সম্পন্ন বা সংগঠিত হয়েছিল এমন বু্ঝাইলে তখন তাকে Past tense বা অতীত কাল বলা হয় । যেমন:-


I played football(আমি ফুটবল খেলেছিলাম)-এখানে আমি ফুটবল খেলেছিলাম দ্বারা অতীত কালে সম্পন্ন হয়েছিল এমন কাজ কে বুজানো হচ্ছে  ।


আরো উদাহরণ :-


1. I ate rice - ( আমি ভাত খেয়েছিলাম )

2. Rahim went to market - ( রহিম বাজারে গিয়েছিল )

3. Arit bought a book - ( অরিত একটা বই কিনল )



Future Tense


 ভবিষ্যৎ কালে কোন কাজ সম্পন্ন বা সংগঠিত হবে এমন বুঝাইলে তখন তাকে Future Tense বা ভবিষ্যৎ কাল বলে ।যেমন:-


I will play football(আমি ফুটবল খেলব)-এখানে আমি ফুটবল খেলব দ্বারা  ভবিষ্যৎ কালে  সম্পন্ন হবে এমন কাজকে বুজানো হচ্ছে । 


আরো উদাহরণ :- 


1. I will eat rice - ( আমি ভাত খাব ) 

2. Rahim will go to School - ( রহিম স্কুলে যাবে ) 

3. Arit will read a book - ( অরিত বই পড়বে )

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.